সংক্ষিপ্ত
বচ্চন পরিবারের পর এবার কাপুর পরিবারে অশান্তির আন্দাজ মিলল। সদ্য ছিল রাজ কাপুরের ১০০ বছর জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে কাপুর পরিবারে আয়োজন করেছিল বিশাল এক অনুষ্ঠানে। পরিবারের প্রতিটি সদস্য ছাড়া সেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। সেখানেই একটি দৃশ্য চোখ এড়ায়নি পাপারাজ্জিদের।
ভারতের সর্বশ্রেষ্ট শোম্যান রাজ কাপুরের জন্মদিন উদযাপ করতে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া, আরকে ফিল্মস এবং ন্যাশনাল ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন সহযোগিতায় ১৫ ডিসেম্বর পর্যন্ত চলেছে উৎসব।
এই উৎসবের একাধিক ভিডিও ভাইরাল হয়েছিল। তার মধ্যে একটিতে দেখা যায়, নীতু কাপুর আলিয়াকে এড়িয়ে যাচ্ছে। আবার কোনও ভিডিওতে দেখা যাচ্ছে রণবীর কাপুর অতিথিদের নিয়ে এত ব্যস্ত যে আলিয়ার দিকে তাকানোরও সময় নেই। সে যাই হোক, এই নিয়ে মন্তব্য করেন আলিয়া। তিনি জানান, বড়দের নিয়ে ব্যস্ত ছিলেন আলিয়া। সেটাই প্রয়োজন ছিল সেদিন। সত্যিই কি তাই? নাকি নীতু ও রণবীর ইচ্ছা করে আলিয়াকে এড়িয়ে চলেছেন?
এদিকে এর আগেও নীতু ও আলিয়ার সম্পর্ক নিয়ে উঠেছে প্রশ্ন। তাদের সম্পর্ক কেমন তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। তবে, নীতু জনসমক্ষে একাধিক বার আলিয়ার প্রশংসা করেছেন। তেমনই নীতুকে দেখলেই তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা গিয়েছে আলিয়াকে। সে যাই হোক, সত্যিই তাদের সম্পর্ক কেমন তা নিয়ে এখনও রয়ে গিয়েছে প্রশ্ন। আলিয়াকে দেখে কেন মুখ ঘুরিয়ে নিলেন নীতু কাপুর? সত্যিই কি ভাঙছে কি কাপুর পরিবারে? প্রশ্ন সর্বত্র।