জমজমাট নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টি, একই মঞ্চে আমির খান থেকে প্রসেনজিৎ

নেটফ্লিক্স নেটওয়ার্কিং পার্টিতে চাঁদের হাট , একই মঞ্চে আমির খান থেকে প্রসেনজিৎ। ছিলেন করণ জোহরের মত প্রথম সারির প্রযোজকরাও ।

Share this Video

নেটফ্লিক্স নেটওয়ার্কের পার্টিতে ছিল তারকাদের উপস্থিতি। একই সঙ্গে ওয়েবসিরিজ স্টারদেরও ভরপুর উপস্থিতি ছিল। মুম্বই,কলকাতার পাশাপাশি দক্ষিণের অভিনেতা অভিনেত্রীরাও আমন্ত্রিত ছিল পার্টিতে। স্যুটবুট পরেই নেটফ্লিক্সের পার্টিতে হাজির বাংলার বুম্বাদা। প্রসেনজিৎ, এখনও ওটিটি প্ল্যাটফর্মে তেমনভাবে আসেননি। কিন্তু আগামী দিনে ওটিটি দর্শকদের জন্য সুখবর থাকতেই পারে।

লাল কুর্তাতে নেটফ্লিক্সের পার্টিতে উপস্থিত হয়েছিলেন আমির খান। ব্ল্যাক ড্রেসে এখনও নজর কাড়লেন মহেশ ভাটের ভাই মুকেশ ভাট। উপস্থিত থিলেন নেটফ্লিক্সের সিইও টেড সারানডোস।

Related Video