সংক্ষিপ্ত
কার্তিক আরিয়ান নিজেকে সিঙ্গেল বলেন। কিন্তু ইন্ডাস্ট্রিতে তার নাম অনেকের সঙ্গেই জড়িয়েছে। ইন্টারনেটে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। ইন্ডাস্ট্রির লোকেরাও মজা করে। সম্প্রতি, নোরা ফাতেহি কার্তিককে নিয়ে এমন কিছু বলেছেন যে অভিনেতা অপ্রস্তুত হয়ে যান। অনুষ্ঠানে উপস্থিত লোকজনও মজা নেয়।
আইফা ২০২৫-এ নোরা ফাতেহি-করণ জোহরের মজার কথোপকথন
সম্প্রতি জয়পুরে হওয়া ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ফিল্ম অ্যাকাডেমি (IIFA) অ্যাওয়ার্ডসের সময় কার্তিক আরিয়ান ও নোরা ফাতেহির দেখা হয়। সেখানে করণ জোহরও ছিলেন। সেই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। করণ জোহর ও কার্তিক মঞ্চ থেকে নেমে এসে নোরা ফাতেহির কাছে যান। করণ নোরাকে জিজ্ঞাসা করেন, "তুমি কি ফার্স্ট ক্লাসে লন্ডন যাবে?" উত্তরে নোরা বলেন, "আমাকে কি তোমার সঙ্গে যেতে হবে?" করণ বলেন, "আমি কার্তিকের কথা বলছি।"
ইভেন্টে কার্তিককে নিয়ে মজা নোরার
কার্তিক বলেন, নোরা কারও সঙ্গেই লন্ডন যাবেন না, তার ট্রিপ স্পনসর্ড। করণ নোরার সম্পর্কের ব্যাপারে জানতে চান। নোরা জানান তিনি সিঙ্গেল। নোরা নিজের সম্পর্কের কথা এড়িয়ে গেলেও কার্তিককে ছাড়েননি। তিনি কার্তিককে জিজ্ঞাসা করেন, " ইন্ডাস্ট্রিতে এমন কেউ আছে নাকি যাকে তুমি ডেট করোনি?" এটা শুনে করণ ও বাকিরা কার্তিকের দিকে তাকিয়ে হাসতে থাকেন। কার্তিক বলেন, “আরে ও তো শুধু প্রশ্ন করছে।”
কার্তিকের মায়ের ইঙ্গিত
আইফার সময় কার্তিকের মা সাউথ ইন্ডিয়ান অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে তার সম্পর্কের দিকে ইঙ্গিত করেন। শ্রীলীলা পরিচালক অনুরাগ বসুর আপকামিং ছবিতে কার্তিকের সঙ্গে অভিনয় করছেন। কার্তিকের মা বলেন তিনি ডাক্তার বউ চান। শ্রীলীলা এমবিবিএস করেছেন এবং তিনি কার্তিকের ফ্যামিলি ফাংশনেও গিয়েছিলেন।