- Home
- Entertainment
- Bollywood
- Prabhas Wedding Rumors: হায়দরাবাদের ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে প্রভাসের?
Prabhas Wedding Rumors: হায়দরাবাদের ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে প্রভাসের?
Actor Prabhas Wedding Rumors: 'বাহুবলী' খ্যাত প্রভাস কি বিয়ে করছেন? নতুন খবর অনুযায়ী, তিনি নাকি শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। আসুন, জেনে নেওয়া যাক এই খবরের আসল সত্যি।
- FB
- TW
- Linkdin
)
'বাহুবলী' খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাস কি এবার সত্যিই বিয়ে করতে চলেছেন?
শোনা যাচ্ছে, ৪৫ বছর বয়সি অভিনেতা প্রভাস নাকি শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তিনি হায়দরাবাদের এক ব্যবসায়ী পরিবারের মেয়েকে বিয়ে করছেন।
প্রভাস অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, এই কারণে তাঁর বিয়ের খবরে অনুরাগীরা কৌতূহলী হয়ে পড়েছেন
তেলুগু নিউজ ১৮-এর খবর অনুযায়ী, কৃষ্ণন রাজুর স্ত্রী নাকি প্রভাসের বিয়ের সমস্ত আয়োজন দেখভাল করছেন।
প্রভাসের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে অবশ্য তাঁর বিয়ের খবর অস্বীকার করা হয়েছে
প্রভাসের টিমের দাবি যদি সত্যি হয়, তাহলে ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বিয়ের খবর নেহাতই গুজব
হিন্দুস্তান টাইমস-এর খবর অনুযায়ী, প্রভাসের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ে সংক্রান্ত যে কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যে খবর।
'দেবসেনা' অনুষ্কা শেট্টির সঙ্গে 'বাহুবলী' প্রভাসের সম্পর্ক, বিয়ে নিয়েও গুঞ্জন শোনা গিয়েছে
এর আগে প্রভাসের সঙ্গে অনুষ্কা শেট্টির প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তাঁরা একে অপরকে ভালো বন্ধু বলে জানিয়েছেন।
অভিনেত্রী কৃতী শ্যাননের সঙ্গেও প্রভাসের সম্পর্ক তৈরি হয়েছে বলে শোনা গিয়েছিল
প্রভাসের একাধিক ছবি মুক্তি পেতে চলেছে, ফলে বিয়ের খবর প্রচারের অঙ্গ হতে পারে
প্রভাসের আগামী সিনেমাগুলির মধ্যে রয়েছে 'দ্য রাজা সাব', 'কান্নাপ্পা', 'সালার পার্ট ২'। ফলে প্রচারের অঙ্গ হিসেবেও প্রভাসের বিয়ের গুজব রটিয়ে দেওয়া হতে পারে।