সংক্ষিপ্ত

গত ২ দশকে হিন্দি ছবির ধারা বদলে গিয়েছে। মারপিটের ছবির বদলে বাস্তবধর্মী ছবি হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য অন্য ধরনের ছবি করছেন পরিচালকরা।

২০২৫ সালে অস্কার জেতার জন্য লড়াইয়ে হিন্দি ছবি 'লাপাতা লেডিজ'। ভারত থেকে সরকারিভাবে এই ছবিকে অস্কারের জন্য পাঠানো হচ্ছে। লড়াইয়ে ছিল রণবীর কাপুরের 'অ্যানিম্যাল', কার্তিক আরিয়ানের 'চান্দু চ্যাম্পিয়ন', প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মালয়লম ছবি 'অট্টম', রাজকুমার রাওয়ের ছবি 'শ্রীকান্ত', ভিকি কৌশলের ছবি 'স্যাম বাহাদুর'। সব ছবিকে টেক্কা দিয়ে অস্কারের জন্য লড়াই করার সুযোগ পেল কিরণ রাও, আমির খানের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি 'লাপাতা লেডিজ'। এই ছবিতে অভিনয় করেছেন নীতাংশী গোয়েল, প্রতিভা রণতা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষান। এই ছবিতে লিঙ্গসমতা ও গ্রামীণ ভারতে মহিলাদের ক্ষমতায়নের কথা তুলে ধরা হয়েছে। দুই নববিবাহিতা মহিলার জীবনের নানা ঘটনা দেখানো হয়েছে। এবার এই ছবি অস্কারের জন্য যাচ্ছে।

কিরণের স্বপ্নপূরণ

সম্প্রতি কিরণ আশা প্রকাশ করেন, ২০২৫ সালে অস্কারের লড়াইয়ে থাকবে 'লাপাতা লেডিজ'। তিনি এক সাক্ষাৎকারে বলেন, 'এই ছবি যদি অস্কারের লড়াইয়ে থাকে, তাহলে আমার স্বপ্নপূরণ হবে। তবে কোনও ছবির অস্কারের লড়াইয়ের জন্য মনোনীত হওয়ার নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আমি আশা করছি, লাপাতা লেডিজের নাম বিবেচনা করা হবে। আমি নিশ্চিত, সেরা ছবিকেই বেছে নেওয়া হবে। যে ছবিকেই বেছে নেওয়া হোক না কেন, সেই ছবি সেরা হবে।' সোমবার কিরণের স্বপ্নপূরণ হল। তাঁর ছবি অস্কারের লড়াইয়ে থাকছে।

সেরা বিদেশি ছবির লড়াইয়ে 'লাপাতা লেডিজ'

ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, জুরিদের বিচারে ২০২৫ সালের অস্কারে সেরা বিদেশি ছবি বিভাগে ভারত থেকে যাচ্ছে 'লাপাতা লেডিজ'। গত বছর অস্কারে সেরা গান বিভাগে পুরস্কার জেতে তেলুগু ছবি 'আর আর আর'-এর গান 'নাটু নাটু'। এবার 'লাপাতা লেডিজ'-ও অস্কার জিতবে বলে আশায় সারা দেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অস্কার জয়ী তথ্যচিত্র'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর বোম্যান ও বেলির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, দেখে নিন ভিডিও

'মেয়ের দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স বাংলায় অস্কার এনেছে', অনুভৃতির কথা জানালেন সঞ্চারীর মা-বাবা

Oscar 2023: সত্যজিতের পর বাঙালি কন্যার অস্কার জয়, 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' -এ সেরার শিরোপা পেয়ে আপ্লুত সঞ্চারী