কিং খান বলে কথা। বাড়ি থেকে গাড়ি, তাঁর সম্পত্তির তালিকায় রয়েছে বাঘা বাঘা একাধিক জিনিস যা দেখতেই ভিমড়ি খেতে হয়। না বাড়ি নয়, কেবল শাহরুখ খানের একটি ভ্যানিটি ভ্যানের দামই ৪ কোটি টাকা। যা এক কথায় সকলকে তাক লাগিয়ে দেয়।
বাইকুল্লা জেলে রিয়া চক্রবর্তী। সুশান্ত সি রাজপুতের মৃত্যু মামলার তদন্ত চলাকালীন মাদকচক্র নিয়ে বেরিয়ে এসেছে নানা তথ্য। যার জেরে এখন জেল খাটতে হচ্ছে রিয়াকে। মাদক সেবনই কেবল নয়, ড্রাগ পাচার এবং আদান প্রদানেও উঠে এসেছে তাঁর নাম। এই অভিযোগের জেরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। গত ৮ সেপ্টেম্বর নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর জেরায় গ্রেফতার হয়েছেন রিয়া। সেই জেরায় উঠে এসেছে কুড়ি জনেরও বেশি বলিউড তারকাদের নাম। যেখানে এ লিস্টেড অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন।
হাজার চেষ্টা করেও শেষরক্ষা হল না। সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ। শেষমেষ জামিনও পেলেন না সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া ও তার সঙ্গীরা। খারিজ করা হয়েছে জামিনের আবেদন। গত ৮ সেপ্টেম্বর এনসিবি-র জেরায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। এনসিবি-র জিজ্ঞাসাবাদের সময়েই ড্রাগ মামলায় জড়িত বলিউডের ২৫ জন সেলেবের নাম উল্লেখ করেছিলেন রিয়া। বারংবার জিজ্ঞাসাবাদের ফলেই উঠে এসেছিল এ-লিস্টারদের নাম। এবার মাদকচক্রে জড়িত বলিউডের সবচেয়ে বড় রাঘববোয়ালের নাম ফাঁস করলেন রিয়া, যা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে। রীতিমতো প্রথম বোমা ফাঁটতেই ভয়ে কাঁপছে বলিউড।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকান্ডে মাদককান্ডে গ্রেফতার হয়ে রিয়া ও তার ভাই শৌভিক সহ আরও ৬ জনের জামিনের আবেদন গতকালই খারিজ করল মুম্বই সেশন কোর্ট। তৃতীয়দিনের এনসিবি জেরায় গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী। রিয়ার আপাতত নয়া ঠিকানা এই বাইকুল্লা জেলই। দাগী আসামীদের মধ্যেই রাখা হয়েছে রিয়াকে। জেলে বন্দীদের সামনেই শারীরিক অত্যাচার পাশাপাশি ধর্ষণের হুমকিও নাকি দেওয়া হচ্ছে রিয়াকে। এমন বিস্ফোরক অভিযোগ করেছেন রিয়া। কিন্তু তাতেও হল না শেষরক্ষা। মানসিক ও শারীরিক ভাবে বিধ্বস্ত থেকেও ধোপে টিকল না তার অভিযোগ। ফের ফিরে যেতে হল বাইকুল্লা জেলেই।