Bollywood News
অফিস ভাঙা, ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা, কঙ্গনা রনাওয়াতের জনপ্রিয়তা এখন দেশের প্রধানমন্ত্রীর চেয়ে কোনও অংশে কম নয়। বিতর্কের ক্যুইন কঙ্গনার প্রতিবাদ তিন মাস আগে শুরু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে। সুশান্তকে সমর্থন করতে করতে তাঁর আক্রমণ ছড়িয়ে পড়ল গোটা বলিউডে। স্বজনপোষণ, বলিউড মাফিয়া, আউটসাইডার, ইনসাইডার এই বিষয়গুলি নিয়ে প্রথম এক-দু'মাস কঙ্গনার ক্ষোভ ছিল সপ্তমে। এখন তিনি সম্পূর্ণ রাজনৈতিক প্যাঁচে নিজেকে জড়িয়ে ফেলেছেন। সুশান্ত-রিয়া মামলায় মাদকচক্রের প্রসঙ্গ উঠতেই নিজেকে তিনি খানিক ইচ্ছাকৃতভাবেই জড়িয়ে ফেললেন। যারপরই কঙ্গনা মুম্বই পুলিশ, মহারাষ্ট্রের সরকার এবং মুম্বই শহরের বিরুদ্ধে আওয়াজ তোলেন।
Great Bala Saheb Thakeray one of my most favourite icons, his biggest fear was some day Shiv Sena will do Gutbandhan and become congress @INCIndia I want to know what is his conscious feeling today looking at the condition of his party ? pic.twitter.com/quVpZkj407
— Kangana Ranaut (@KanganaTeam) September 11, 2020
সুশান্তের মৃত্যুর পর একের এক বোমা ফাটাচ্ছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। সুশান্তের মৃত্যুর তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যোগ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন কঙ্গনা। সম্প্রতি টুইটে কঙ্গনা জানিয়েছেন, রণবীর, ভিকি এরা সকলেই নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এর নেশায় আসক্ত। এবার কঙ্গনার বিরুদ্ধে পুরোনো অভিযোগ নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কঙ্গনা নিজেই মাদকের নেশায় জড়িত ছিলেন। এমনকী বলিউডে পা দেওয়ার শুরুতেই কোকেনের নেশায় আসক্ত ছিলেন বলে নিজেই মুখে খুলেছিলেন। সম্প্রতি পুরোনো ভিডিও নিয়েই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। শধু তাই নয়, কঙ্গনার সঙ্গে মাদক যোগ তদন্তের দায়িত্বও মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
#KanganaRanaut talks about the time when she couldn’t close her eyes because tears won’t stop. 🙏🙏
A post shared by Kangana Ranaut (@kanganaranaut) on