Bollywood News
নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া সুখি বিবাহিত সেলেব জুটি হলেও তাঁদের নিয়ে ট্রোলিং এবং ঠাট্টা চলতে থাকে। নিকের থেকে প্রিয়ঙ্কা এগারো বছরের বড় বলেই সাংঘাতিক সমস্যা অধিকাংশ নেটিজেনের। এগারো বছর তফাত নিয়েই ২০১৮ থেকেই ট্রোল করা শুরু হয়েছে তাঁদের। যা আজও থামেনি। বছর দুয়েক আগে বিবাহের বন্ধনে আবদ্ধ হন তাঁরা। তার আগে তাঁদের ডেটিংয়ের খবর প্রকাশ্যে আসতে থাকে। যার পরই বলিউড অভিনেত্রীকে শুভেচ্ছা জানানো তো দূরের বিষয়, গুচ্ছ ট্রোল উপহার দেওয়া হয় তাঁকে।
Top Stories