Bollywood News
অনুষ্কা শর্মা এবং রণবীর সিং। একে অপরের জন্য প্রেমে পাগল ছিলেন এক সময়। আর সেই রণবীরকে দেখলেই নাকি এখন অনুষ্কা খানিক অ্যাটিটিউড দেখিয়ে সামান্য হাই হ্যালো করে চলে যান। যদিও রণবীর বেশ হেসে খেলেই কথা বলেন অনুষ্কার সঙ্গে। ব্যান্ড বাজা বারাত ছবির কিছু সময় আগে থেকেই একে অপরকে ডেট করা শুরু করেছিলেন অনুষ্কা এবং রণবীর। ছবি মুক্তির পর পরই ব্রেক আপ হয়ে যায় তাঁদের। অনুষ্কা আজ তাঁর এবং রণবীরের সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করেন না। অন্যদিকে রণবীর নিজের পুরনো সমস্ত সম্পর্ক নিয়ে যথেষ্ট ভোকাল। অনুষ্কার প্রতি ভালবাসা দেখাতেও পিছু হাঁটতেন না রণবীর।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ২ মাস কেটে গেলেও জল্পনা ক্রমশ বাড়ছে। একের পর এক বিতর্ক জল্পনাকে আরও জোড়ালো করছে। একের পর এক ভিডিও ফুটেজে ক্রমশ ঘনীভূক হচ্ছে নয়া রহস্য। সম্প্রতি সুশান্তের মৃত্যু তদন্তে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যা মুহূর্তের মধ্যে ঘুড়িয়ে দিতে পারে তদন্তের মোড়। ভিডিও ফুটেজে দেখা গেছে, সুশান্তের ময়নাতদন্ত যে হাসপাতালে হয়েছিল, সেই কুপার হাসপাতালের মর্গ থেকে বেরিয় আসছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী। কার অনুমতিতে তিনি এই মর্গে ঢুকেছিলেন ? তবে কি প্রমাণ লোপাটের জন্যই মর্গে ৪৫ মিনিট ছিলেন রিয়া,সে নিয়েই উঠছে একাধিক প্রশ্ন।
#CBISushantMurderLeads | Footages from Cooper Hospital doing rounds on social media.
— TIMES NOW (@TimesNow) August 20, 2020
•Sandip Ssingh video
•2 ambulances used
•Sandip’s hand gestures
•Man with pink cap
•Scramble outside hospital
•Mystery men surround
Details: Pranesh. | @thenewshour pic.twitter.com/lqIuwg781w
সুশান্ত সিং রাজুপতের মৃত্যু তদন্তে বড় জিত ভক্ত এবং দেশবাসী। সম্প্রতি সুপ্রিম কোর্টের সিলমোহর পড়েছে সিবিআই তদন্তে। এই যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন গুটিকতক তারকারাও। ইডি-র জেরা এবং সিবিআই তদন্ত ক্রমশ এগোতেই বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। ইডি ইতিমধ্যে জেরা করেছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, সুশান্ত এবং রিয়ার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি সহ অনেককেই। সুশান্তের পরিবার বনাম রিয়া এখন তুঙ্গে। সুশান্তের মৃত্যুর বিচার চাইতে আওয়াজ তুলেছে দেশবাসী সহ একাংশ অভিনেতা অভিনেত্রীও। স্টারকিডদের মধ্যে সিবিআই তদন্তকে সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন বরুণ ধাওয়ান সহ পরিনীতি চোপড়াও।
#WATCH Mumbai: CBI team brings an unidentified person related to #SushantSinghRajput case, to the guesthouse where they are staying, for questioning. pic.twitter.com/sumv7kCpak
— ANI (@ANI) August 21, 2020