শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে, 'দেশ তার কণ্ঠস্বর হারিয়েছে। লতা মঙ্গেশকর দেশের জন্য ঐতিহ্যের চেয়ে কম ছিলেন না।' লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
শেষে কঠিন লড়াই করে মাল্টি ওর্গান ফেলিয়রের কারণে প্রয়াত হন ভারতের সুর-সম্রাজ্ঞী। এদিন খবর সামনে আসা মাত্রি বিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে বাড়ানো হয় নিরাপত্তা, গ্রীন করিডোর করেই তাঁর পার্থিব দেহ নিয়ে যাওয়া হল লতা মঙ্গেশকরকে প্রভূকুঞ্জ অর্থাৎ লতা মঙ্গেশকরের বাড়িতে।
চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। ২৭ দিনের লড়াই শেষ হল আজ সকালেই। ৯২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর (RIP Lata Mangeshkar )। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। এর আগেও একাধিকবার সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল লতাজিকে। তবে প্রতিবারই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন লতা মঙ্গেশকর। এমনকী বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল লতা মঙ্গেশকরকে। এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন শিল্পীর বোন উষা মঙ্গেশকর। সকাল ৮.১২ মিনিটে চিরঘুমের দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর। কোভিডকে হারিয়েও আর বাড়ি ফেলা হল না সুর-সাম্রাজ্ঞীর।
লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের।জিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'লতা মঙ্গেশকরের সঙ্গে একটি মাত্র গান করার সুযোগ পেয়েছিলাম'
আজ সকালেই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা দেশে। শোকপ্রকাশ করেছে সংগীত জগতের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের একাধিক মানুষ। বাদ যাননি গায়ক সুদেশ ভোঁসলে।
প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। ৯২ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন সুরসম্রাজ্ঞী। কিংবদন্তীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। শোতস্তব্ধ ২২ গজের কিংবদন্তী সচিন তেন্ডুলকরও (Sachin Tendulkar)।
প্রয়াত হলেন লতা মঙ্গেশকর। সুর-সাম্রাজ্ঞী মৃত্যুর খবরে গোটা দেশ জুড়ে শোকের ছায়া। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কোকিল কন্ঠ। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীত মহল। ৯২ বছরেই না ফেরার দেশে চলে গেলেন লতা মঙ্গেশকর (RIP Lata Mangeshkar )। ২৭ দিনের লড়াই শেষ হল আজ সকালেই। মৃত্যুকালে গায়িকার বয়স হয়েছিল ৯২ বছর। কোটি কোটি অনুরাগীর প্রার্থনায় এবার আর সারা দিলেন না বর্ষীয়াণ গায়িকা। সরস্বতী পুজোর রেশের মধ্যেই চলে গেলেন সুরের সরস্বতী। বর্ষীয়াণ অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে লতা মঙ্গেশকরের সম্পর্ক অজানা কাহানি নিয়ে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া।
দু-দুটি জনপ্রিয় ডান্স আইটেমের গান ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে, আ জানে যা, বছরের পর বছর ধরে যা আজও সেরার সেরা করে রেখেছে, আজও জলসায় মাতিয়ে রাখে হেলেন-লতা মঙ্গেশকর জুটি।
কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার পরেও লতা মঙ্গেশকর স্বাভাবিক জীবনযাপন করতেন। সরল ব্যক্তিত্ব দিয়েও তিনি বিশেষ পরিচিতি পেয়েছেন। তাহলে জেনে নিন স্বরা কোকিলার কাছে লতা মঙ্গেশকরের কত সম্পত্তি ছিল।
লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল।"