- Home
- Entertainment
- Bollywood
- কোমরের ঠুমকায় পর্দা কাঁপাতে সটান না, 'সামি সামি' গানে নাচতে চরম আপত্তি রশ্মিকার, কিন্তু কেন?
কোমরের ঠুমকায় পর্দা কাঁপাতে সটান না, 'সামি সামি' গানে নাচতে চরম আপত্তি রশ্মিকার, কিন্তু কেন?
- FB
- TW
- Linkdin
খুব অল্প সময়ের মধ্যে নাম-যশ-খ্যাতি সবটাই অর্জন করেছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা রশ্মিকা মন্দানা। মডেলিং দিয়েই কেরিয়ারের শুরু। রশ্মিকা মানেই যে বক্স অফিসে লক্ষ্মীলাভ, তা নিয়ে বুঝতে আর কারোর বাকি নেই।
এখনও পর্যন্ত মাত্র হাতে গোনা ১৪ টি ছবিতে কাজ করেছেন রশ্মিকা। যার প্রতিটিই প্রায় সুপারহিট। প্রথম ছবিতেই সাফল্য ছিল তুঙ্গে। প্রায় ৪ কোটির ছবি ব্যবসা করেছিল ৫০ কোটি টাকা, তারপর থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি। স্বপ্ন পূরণের দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন রশ্মিকা।
দক্ষিণের লাস্যময়ী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে নিয়ে চর্চার শেষ নেই নেটদুনিয়ায়। তার অভিনয় দক্ষতা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে অনেকেই ঈর্ষা করেন। দক্ষিণের জনপ্রিয় নায়িকা রাতারাতি হয়ে গিয়েছেন 'ন্যাশনাল ক্রাশ'।
'পুষ্পা' ছবির সাফল্যের পর থেকে তাকে নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না। তবে যেই ছবি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন এবার সেই'সামি সামি' গানে নাচতেই প্রবল আপত্তি জানালেন রশ্মিকা।
২০২১ সালে 'পুষ্পা' ঝড়ে কেঁপেছিল বক্স অফিস। কোটি কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। রশ্মিকা ও অল্লু অর্জুনের জুটি সকলের মনে জায়গা করে নিয়েছিল। পাশাপাশি'সামি সামি'গানে রশ্মিকার কোমরের ঠুমকা আজও সুপারহিট।
'সামি সামি'গানে নাচার পর থেকে ছবির সাফল্যের পর ও বারেবারে দর্শকরা একই নাচ দেখতে চেয়েছেন রশ্মিকার থেকে। তবে সেই ভাইরাল গানে নাচতেই প্রবল আপত্তি তুললেন রশ্মিকা। শুধু তাই নয়,কেন তিনি নাচতে চান না তাও জানালেন।
সম্প্রতি টুইটারে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মজেছিলেন রশ্মিকা। সেখানেই তাদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন অভিনেত্রী। এক অনুরাগী সামি সামি নাচের অনুরোধ করে জানান, আপনার সঙ্গে সামি সামি গানে নাচতে চাই। সেই সুযোগ কি পাব?
রশ্মিকা স্পষ্ট ভাষায় জানান, তিনি আর সামি সামি গানে নাচতে চান না। বহুবার এই একই গানের সঙ্গে নেচেই চলেছি। তবে আর নয়। আমার কোমরে ব্যথা হয়েছে। বয়স বাড়লে পিঠেও সমস্যা দেখা দেবে। এরকম করো না দেখা হলে অন্য কিছু করা যাবে।
রশ্মিকার স্পষ্ট ভাষায় জানান, তিনি আর সামি সামি গানে নাচতে চান না। বহুবার এই একই গানের সঙ্গে নেচেই চলেছি। তবে আর নয়। আমার কোমরে ব্যথা হয়েছে। বয়স বাড়লে পিঠেও সমস্যা দেখা দেবে। এরকম করো না দেখা হলে অন্য কিছু করা যাবে।
সূত্রের খবর, 'পুষ্পা'ছবির থেকে আরও বড় আকারে ছবি তৈরি করতে চাইছেন পরিচালক। পুষ্পা ও ভানওয়ার সিংহের চরিত্রের দ্বন্দ্বের উপর ভিত্তি করে লেখা হয়েছে দ্বিতীয় ভাগের চিত্রনাট্য। এই ছবিতে ঝড় তুলবেন রশ্মিকা মন্দানা। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।