সংক্ষিপ্ত

খাবার, পানীয় জল ও ওষুধ বিলি করে খবরে এলেন রণদীপ হুডা। সদ্য সমাজ সেবামূলক কাজে দেখা গেল রণদীপকে। 

শ্যুটিং ছেড়ে বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন রণদীপ হুডা। সদ্য দেখা গেল তাঁর এক অন্য চিত্র। পরনে নীল টি শার্ট। সঙ্গে পরেছেন জিন্স। মাথায় বাঁধা হলুদ কাপড়। এমন পোশাকে কাঁধে করে বস্তা ভর্তি খাবার বিলি করছেন রণদীপ হুডা।

খাবার, পানীয় জল ও ওষুধ বিলি করে খবরে এলেন রণদীপ হুডা। সদ্য সমাজ সেবামূলক কাজে দেখা গেল রণদীপকে। এর আগে করোনার সময় সকলের পাশে দাঁড়িয়েছিলেন সোনু সুদ। অসহায়দের খাবার জোগানো থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা- এমন একাধিক কাজে দেখা গিয়েছিল সোনুকে। তাঁর পরিশ্রমের যোগ্য সম্মানও পেয়েছেন। বহু মানুষের আশীর্বাদ লাভ করেছিলেন। এবার সেই পথে রণদীপ হুডা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, বন্যা বিধ্বস্ত এলাকার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন রণদীপ। খাবার সহ প্রয়োজনীয় সামগ্রীর বস্তা নিজে কাঁধে তুলে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। কখনও দুস্থ শিশুদের হাতে খাবার দিচ্ছেন তো কখনও এলাকা পরিদর্শন করছেন। পায়ে চটি পরে ঘুরতে দেখা গিয়েছে তাঁকে।

খালসা এইড ইন্ডিয়া নামক এক সংস্থার সঙ্গে মিলিত হয়ে এই কাজ করেছেন রণদীপ। তিনি নিজেই সেই সকল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লিখেছেন, সেবা, আমার অনুরোধ, সকলে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ঈশ্বরকে স্মরণ করে মাথায় কাপড় বেঁধে নিজের কাঁধে বস্তা তুলে নিলের নায়ক। তারপর হাঁটু জলে নেমে দুঃস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী দিলেন।

এই ভিডিও মুহূর্তে হয়েছে ভাইরাল। রণদীপের এমন কাজে খুশি তাঁর সমস্ত ভক্ত। এমন জটিল পরিস্থিতিতে তিনি যেভাবে সকলের পাশে দাঁড়ালেন, তা দেখে মুগ্ধ সকলে। রণদীপের এমন কাজ সর্বত্র প্রশংসিত হয়েছে।

 

 

View post on Instagram
 

 

 

বন্যা বিধ্বস্ত এই সকল এলাকায় অসহায় অবস্থা সকলের। নেই পর্যাপ্ত পানীয় জল। নেই কোনও খাবার। তাঁদের এমন অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ালেন রণদীপ। নিজের কাজ ছেড়ে ছুটলেন হরিয়ানার বন্য বিধ্বস্ত এলাকায়।

এদিকে সদ্য শেষ হল স্বতন্ত্র বীর সাভারকর ছবির কাজ। ছবির প্রধান চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবির জন্য নিজের চেহারায় আবারও পরিবর্তন এনেছিলেন নায়ক। সদ্য প্রকাশ্য এসেছে তাঁর লুক। বিনায়ক দামোদর সাভারকরের জীবন নিয়ে তৈরি এই ছবি। এখন এই ছবি মুক্তির অপেক্ষায়।

 

 

আরও পড়ুন

Urfi Javed: এক হাতে ঢেকেছেন উন্মুক্ত বক্ষ, অপর হাতে টমেটো খাচ্ছেন উরফি, ফের খবরে ‘বিতর্কিত’ নায়িকা

Gigi Hadid কে এই গিগি হাদিদ যাকে নিয়ে তোলপাড় সাইবার দুনিয়া, জেনে নিন কী করেছেন তিনি

আজ রইল ১০ তারকার কথা, এক সময় ফাঁস হয়েছিল এদের ডেটিং-র ছবি, দেখে নিন এক নজরে