সংক্ষিপ্ত
স্বরা ভাস্কর -ফাহাদ জিরার আহমেদের বিয়ে নিয়ে মুসলিম ধর্মগুরুর কটাক্ষ। পাশে দাঁড়িয়ে বিয়েকে পূর্ণ সমর্থন আরজে সায়েমার।
নিজের মনের মানুষকেই বিয়ে করেছেন। ঘর বাঁধছেন। আর সেই জন্য বিয়ের দিনে টুইট করে বিয়ের খবর জানানোর পাশাপাশি বিশেষ বিবাহ আইনকেও ধন্যবাদ জানিয়েছেন বলিউডের বিতর্কিক অভিনেত্রী স্বরা ভাস্কর। তিনি বলেছেন এমন একটা আইন থাকার জন্যই মনের মানুষ, পছন্দের মানুষকে নিজের ইচ্ছেমত জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া যায়। স্বরা ভাস্কর বিতর্কিত চরিত্র, তাঁর বিয়ে নিয়ে বিতর্ক হবে না তা কি হয়? এক ইসলামিক ধর্মগুরু স্বরার বিয়ে নিয়ে ঘৃণ্য মন্তব্য করেছেন। কিন্তু এই বিষয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে বিখ্যাত রেডিও হোস্ট ও অ্যাক্টিভিস্ট আর জে সায়েমা।
স্বরার বিয়ে নিয়ে ডাঃ ইয়াসির নাদিম আল ওয়াজিদি বলেছিলেন অভিনেত্রীর বিয়ে বৈধ নয়। কারণ স্বরা মুসলিম নন, কিন্তু তার স্বামী মুসলিম। তাই তাঁর বিয়ে ইসলাম ধর্ম অনুযায়ী বৈধ নয়। তিনি আরও বলেছেন তিনি যদি মুসলিম ধর্ম গ্রহণ করেন তাহলেই তাঁর বিয়ে বৈধ হবে। আল্লাহ মেনে নেবে, নচেৎ নয়।
কিন্তু স্বরার পাশে দাঁড়িয়েছেন বিখ্যাত রেডিও জকি সায়েমা। তিনি বলেছেন স্বরার বিয়ে বৈধ। সে তার নিজের ইচ্ছেমত বিয়ে করেছে। এখানেই শেষ নয় তিনি ইয়াসির নাদিম আল ওয়াজিদিকে প্রশ্ন করেছেন, স্বরার বিয়ে বৈধ না অবৈধ এটা স্থির করার তিনি কে? একই সঙ্গে তাঁর প্রশ্ন অন্যদের বিচার করার জন্য আল্লাহ কর্তৃক মনোনীত তিনি কি কেউ? তিনি বলেন আমরা একমাত্র আল্লাহর কাছে জবাবদেহি করব। তিনি বলেন স্বরার বিয়ে নিয়ে কেউ তার মতামত চায়নি। তার মতামত নিজের কাছেই রাখতে বলেন সায়েমা।
অনেক নেটিজেনই সায়েমার পাশে। তাঁকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। স্বরা সমাজবাদী পার্টির নেতা ও সমাজকর্মী ফাহাদ জিরর আহমেদকে বিয়ে করেছেন। এই বিয়েকেও অনেকেই সমর্থন জানিয়েছেন।