- Home
- Entertainment
- Bollywood
- Bollywood News: সলমন খানের নায়িকাকে ফোন করলেন সইফ-পুত্র ইব্রাহিম, মিডিয়ার বিরুদ্ধে বেজায় ক্ষিপ্ত তরুণ হ্যান্ডসম
Bollywood News: সলমন খানের নায়িকাকে ফোন করলেন সইফ-পুত্র ইব্রাহিম, মিডিয়ার বিরুদ্ধে বেজায় ক্ষিপ্ত তরুণ হ্যান্ডসম
ফোনে তাঁকে যা বলতে শোনা যায়, তাতে বোঝা যায় যে, মিডিয়ার ক্রমাগত আলোর ঝলকানিকে একেবারেই পছন্দ করেন না পতৌদি বংশের রাজপুত্র। সলমনের নায়িকাকে ফোন করে বিশেষ আর্জি জানালেন তিনি।
- FB
- TW
- Linkdin
)
বলি দুনিয়ায় পা রেখেছেন সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে। সেই ছবিতে প্রথম দেখা গেছে অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যাকে।
শ্বেতা তিওয়ারি এবং রাজা চৌধুরীর কন্যা পলক তিওয়ারি-র ইতিউতি আনাগোনা এখং পাপারাৎজিদের কঠোর নজরে।
শুধু কি আর পলক তিওয়ারির স্বয়ং উপস্থিতি? নজরে রয়েছে তাঁর একটি কালো জ্যাকেট-ও।
সযত্নে সেই কালো জ্যাকেটটি নিজের হাতে মুড়ে রাখতে দেখা গেল আর এক তারকা-সন্তান ইব্রাহিম আলি খান-কে।
সম্পর্কে তিনি অভিনেতা সইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিং-এর পুত্র এবং অভিনেত্রী সারা আলি খানের ভাই।
সম্প্রতি একটি সিনেমাহলের বাইরে সলমন খানের সিনেমার অভিনেত্রী পলক তিওয়ারি-র জ্যাকেট হাতে নিয়ে অপেক্ষা করতে দেখা গেল ইব্রাহিম আলি খান-কে।
ফোনে তাঁকে যা বলতে শোনা যায়, তাতে বোঝা যায় যে, মিডিয়ার ক্রমাগত আলোর ঝলকানিকে একেবারেই পছন্দ করেন না পতৌদি বংশের রাজপুত্র।
ফোনের ওপারের মানুষটিকে তিনি ক্রমাগত অনুরোধ জানাতে থাকেন, ‘তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো। এখানে মিডিয়া রয়েছে। এরা আমার মুখের ভিতর ঢুকে যাচ্ছে!’
যদিও প্রেক্ষাগৃহ থেকে তাঁর সাথে একসঙ্গে বেরোতে দেখা যায়নি অভিনেত্রী পলক তিওয়ারিকে।
সলমনের সিনেমার নায়িকার সঙ্গে ডেট করছেন বলিউডের আরও এক বিখ্যাত খান পরিবারের সন্তান, এ যেন এক ‘খান ভার্সেস খান’ মিষ্টিমধুর টক্কর।
আরও পড়ুন-
Madhya Pradesh Dalit: মধ্যপ্রদেশে আবার দলিত মানুষকে হেনস্থা! মুখে মাখানো হল মলমূত্র
Sunny Leone News: ওবামা নয়, সানি লিওনির পছন্দ ডোনাল্ড ট্রাম্পকেই, কারণ জানলে অবাক হবেন
Conjunctivitis: ‘জয় বাংলা’ আক্রান্তের চোখের দিকে তাকালেই কি কনজাংটিভাইটিস-এ আক্রান্ত হবেন আপনি?
Sex Tips: হাতে সময় না থাকলে চটজলদি উদ্দাম যৌনরসের মজা উপভোগ করবেন কীভাবে?