সংক্ষিপ্ত
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ সিদ্ধান্ত বীর সূর্যবংশী। অভিনয়ে যেমন জনপ্রিয়তা পেয়েছেন ঠিক তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয়নি অভিনেতার।
ফের নক্ষত্রপতন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ সিদ্ধান্ত বীর সূর্যবংশী। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জিম করার সময় আচমকাই জ্ঞান হারান অভিনেতা। সেখানেই তার মৃত্যু হয়েছিল। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৬ বছর। অভিনেতার মৃত্যুতে বিনোদন দুনিয়ায় শোকের ছায়া পড়েছে। বিখ্যাত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের দুঃসংবাদ। শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান রাজু। দিল্লীর এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌতুক অভিনেতা। গোটা ইন্ডাস্ট্রি তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন। ফের শরীরচর্চা করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন সিদ্ধান্ত।
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সিদ্ধান্ত বীর সূর্যবংশী একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয়ে যেমন জনপ্রিয়তা পেয়েছেন ঠিক তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কম হয়নি অভিনেতার। পাশাপাশি অভিনেতার দ্বিতীয় বিয়ে নিয়েও চর্চা চলে। ২০০০ সালে ইরাকে বিয়ে করেছিলেন সিদ্ধান্ত। তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। দিব্যি চলছিল সবই। ১৫ বছর ধরে ইরার সঙ্গে সংসার করছিলেন সিদ্ধান্ত। তারপর আচমকাই ছন্দপতন। ১৫ বছরের দাম্পত্য ভেঙে যায় বিবাহ বর্হিভূত সম্পর্কের জন্য। যা নিয়েও চর্চা কম হয় না। শোনা গিয়েছিল সহ অভিনেত্রী প্রিয়া ভাতিজার সঙ্গে নাকি প্রেম করছেন সিদ্ধান্ত। বিচ্ছেদের বেশ কিছুদিন পরে সাক্ষাৎকারে অভিনেতা জানান, স্ত্রী ইরার সঙ্গে তার বিচ্ছেদের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত । দুজনেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এই নিয়ে কোনও তিক্ততা নেই। প্রিয়া যে খুব ভাল বন্ধু সেটাও স্পষ্ট জানিয়েছিলেন সিদ্ধান্ত।
২০১৫ সালে ইরার সঙ্গে বিচ্ছেদের ঠিক ২ বছরের মধ্যেই ফের বিয়ের পিঁড়িতে বসেছিলেন সিদ্ধান্ত। সুপারমডেল আলেশিয়া রাউতকে বিয়ে করেন ২০১৭ সালে। যদিও সিদ্ধান্তকে বিয়ের আগে থেকেই সিঙ্গল মাদার ছিলেন আলেশিয়া। তার একটি পুত্রসন্তান রয়েছে। আলেশিয়ার সঙ্গে অভিনেত্রী যশবীর কউরের মাধ্যমে আলাপ হয়েছিল সিদ্ধান্তের। আলেশিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এক বন্ধুর মাধ্যমেই আলাপ হয়েছিল আমাদের দুজনের। আমরা দুজনেই সংসার করতে চেয়েছিলাম। ওকে দেখেই ভাল লেগেছিল। তবে এই বিয়ে নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছিলেন সিদ্ধান্ত। ব্যক্তিগক জীবনের মতোই ছাপ ফেলেছিলেন অভিনয় জীবনেও। কুসুম নামে একটি ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে আসা। তারপর একাধিক জনপ্রিয় ধারাবাহিক যেমন কসৌটি জিন্দেগি কি, কৃষ্ণ অর্জুন, ক্যায়া দিল মেঁ হ্যায়-এ দেখা গেছে সিদ্ধান্তকে। তার অভিনীত শেষ দুটি ধারাবাহিক হল -কৌন রিস্তোঁ মেঁ কাট্টি বাট্টি, জিদ্দি দিল। অভিনেতার মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার সহ ইন্ডাস্ট্রির সকলেই।