- Home
- Entertainment
- Bollywood
- Sonnalli Seygall: ছাদনাতলায় ‘পেয়ার কা পঞ্চনামা ২’ খ্যাত সুপ্রিয়া, প্রকাশ্যে নায়িকার বিয়ের ছবি
Sonnalli Seygall: ছাদনাতলায় ‘পেয়ার কা পঞ্চনামা ২’ খ্যাত সুপ্রিয়া, প্রকাশ্যে নায়িকার বিয়ের ছবি
- FB
- TW
- Linkdin
পেয়ার কা পঞ্চনামা ছবির জন্য খ্যাতি পেয়েছিলেন তিনি। পেয়ার কা পঞ্চনামা এবং এর সিক্যোয়েল দুই ছবিতেই ছিলেন সোনালী। পেয়ার কা পঞ্চনামা ২ ছবির সুপ্রিয়া সকলেরই পরিচিত। সেই সুপ্রিয়া এবার সত্যিই ধোঁকা দিলেন সিডকে। সিডকে ছেড়ে বিয়ে করলেন অন্য পাত্রের সঙ্গে।
দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন সোনালী সেইগল। রেস্তোরাঁ ব্যবসায়ী অশেষ এল সাজনানির সঙ্গে প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন সোনালী। এবার পরিণতি পেল সেই বিয়ে। এর আগে প্রেম নিয়ে কখনওই খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি সোনালীকে। একেবারে বিয়ে করে প্রকাশ্যে আনলেন প্রেমের খবর।
বিয়ের দিন গোলাপী রঙের শাড়িতে সেজেছিলেন সোনালী। পরনে দাবি রত্নের হার। হিরে ও পান্না খচিত হার পরেছিলেন সোনালী। হাতে ছিল গোলাপী চুড়ি। মাথায় রূপোলী রঙের ওড়না। এতেবারে শিখ বধূর সাজে দেখা যায় তাঁকে।
স্ত্রীর সঙ্গে মানানসই সাজ ছিল তাঁর স্বামীর। সোনালীর স্বামী তথা রেস্তোরাঁ ব্যবসায়ী অশেষ এল সাজনানির পরেছিলেন সাদা রঙের কুর্তা। মাথায় গোলাপী পাগড়ি। দুজনে ম্যাচিং করে পোশাক পরে সেজেছেন বিয়ের দিন।
কলকাতায় জন্ম সোনালীর। বেড়ে ওঠাও কলকাতায়। পরে অভিনয়ের কারণে মুম্বইয়ে যান সোনালী। একের পর এক ছবিতে কাজ করেছেন সোনালী। তাঁর প্রথম কাজ পেয়ার কে পঞ্চনামা। এরপর ২০১৫ সালে মুক্তি পায় ওয়েডিং পুল্লভ। সেই বছরই মুক্তি পায় পেয়ার কা পঞ্চনামা ২।
পেয়ার কা পঞ্চনামা ২ ছবিতে সুপ্রিয়ার চরিত্রে বেশ খ্যাতি পেয়েছিলেন সোনালী। এরপর ২০১৮ সালে আসে সোনু কে টিটু কি সুইটি। তবে এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সোনালীকে। এরপর মুক্তি পায় হাই জ্যাত। ছবিতে জমিয়ে অভিনয় করেন সোনালী। এই ছবিটিও বেশ সফল হয়েছিল।
২০২০ সালে মুক্তি পায় সোনালী অভিনীত জয় মাম্মি দি। কমেডি এই ছবিতে সোনালীর অভিনয় নজর কেড়েছিল সকলের। এই ছবিতেও সানি সিং-র সঙ্গে দেখা যায় তাঁকে। রূপোলি পর্দায় সানি ও সোনালীর জুটি সব সময়ই পছন্দ করেছেন দর্শকেরা। তাঁরে একাধিক কাজও করেছেন এক সঙ্গে।
এদিকে সোনালীর হাতে হয়েছে একাধিক প্রোজেক্ট। নুরানি চাচেরা, ব্ল্যাক কারেন্সি, বন্দি রায়তার মতো ছবিতে কাজ করছেন তিনি। এছাড়াও ওয়েব সিরিয়ে দেখা গিয়েছে সোনালীকে। আপাতত তিনটি ওয়েব সিরিজে কাজ করেছেন। তাঁর অভিনীত সিরিজে প্রশংসিত হয়েছে সোনালীর অভিনয়।
এছাড়াও, মিউজিক ভিডিওতে কাজ করেছেন সোনালী। একাধিক মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে তাঁকে। সে যাই হোক, আপাতত সাত পাকে বাঁধা পড়লেন সোনালী। বিয়ে সেড়েই পাপারাৎজিদের ক্যামেরার সামনে হাজির হন। তেমনই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছবি।
ছবিতে ফুলের চাদর-এর মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার মিষ্টি ছবি পোস্ট করেছেন। এভাবে সকলকে জানান বিয়ের কথা। তারপরই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। তাঁর বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক বলি সদস্য। মন্দিরা বেদী থেকে কার্তিক আরিয়ান- সকলকেই দেখা যায়।