সদ্য হাসপাতালের বিছানায় শুয়ে ভিডিও পোস্ট করলেন উরফি জাভেদ। যেখানে তাঁর মুখে দেখা যাচ্ছে অক্সিজেন মাস্ক।

ফের খবরে উরফি জাভেদ। সব সময় নিজের অদ্ভুত ফ্যাশন সেন্সের কারণে খবরে আসে উরফি জাভেদ। কিন্তু, এবার যে কী ঘটল তা কেউ বুঝে উঠতে পারছেন না। সদ্য হাসপাতালের বিছানায় শুয়ে ভিডিও পোস্ট করলেন উরফি জাভেদ। যেখানে তাঁর মুখে দেখা যাচ্ছে অক্সিজেন মাস্ক। পরনে নীল রঙের হাসপাতালে পোশাক। চুল এলোমেলো করে বাঁধা। খাটে শুনে ছবি পোস্ট করলেন নায়িকা।

এই ছবি পোস্ট করতেই তা মুহূর্তে হল ভাইরাল। উরফি জাভেদকে সব সময় দেখা যায় অদ্ভুত পোশাকে। সব সময়ই এমন পোশাক পরেন যা কেউ কল্পনা করতে পারেন না। কখনও পোশাকের একটি বক্ষ্ম উন্মুক্ত থাকে। কখনও একটি পা থাকে খোলা। মাঝে তো জামা না পরে তা গলার চেনের সঙ্গে হ্যাঙার দিয়ে ঝুলিয়ে বেরিয়ে পরেছিলেন। আবার কখনও পরিত্যক্ত জিনিস দিয়ে পোশাক বানান। সদ্য রাস্তায় পরে থাকে প্লাস্টিকের বোতল দিয়ে পোশাক বানিয়েছিলেন। তেমনই একবার সেফটি পিন দিয়ে তৈরি পোশাক পরতে দেখা যায়। সব সময় নিজের হট অবতারের জন্য খবরে আসেন উরফি। আবার কখনও প্যাকেট দিয়ে পোশাক তৈরি করে থাকেন। সব সময় নানান অদ্ভুত পোশাকে দেখা যায় ছবিটি।

View post on Instagram

তবে, এবার হাসপাতালে শুয়ে ছবি পোস্ট করলেন উরফি। তবে, ঠিক কী কারণে হাসপাতালে তিনি ভর্তি হয়েছেন তা জানা যায়নি। এর আগেও ২০২২ সালে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন উরফি। সেবার নাকি ত্বকে ভুগছিলেন তিনি। তবে, ঠিক কী স্বাস্থ্য জটিলতা দেখা গেল তা জানা যায়নি। সে কারণে বেশ চিন্তায় উরফি ভক্তরা। সকলেই তাঁর সুস্বাস্থ্যের কামনা করছেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন তা কামনা করছেন সকলে।

আরও পড়ুন

Shah Rukh Khan: শাহরুখের গালে চড় মারলেন এক মহিলা, জেনে নিন কী এমন ঘটেছিল

শাহরুখ খান থেকে পার্নো মিত্র, জেনে নিন সারা দিনের বিনোদনের খবরাখবর লাইট ক্যামেরা অ্যাকশনে