- Home
- Entertainment
- Bollywood
- Yearender 2022: কেউ ১৫ কোটি তো কেউ ১০ কোটি, ওটিটিতে সর্বোচ্চ পারিশ্রমিক হাঁকিয়েছেন এই বলি তারকারা
Yearender 2022: কেউ ১৫ কোটি তো কেউ ১০ কোটি, ওটিটিতে সর্বোচ্চ পারিশ্রমিক হাঁকিয়েছেন এই বলি তারকারা
- FB
- TW
- Linkdin
সইফ আলি খাান
করোনার সময় থেকেই ওটিটি প্ল্যাটফর্মের ব্যবসা রমরমা। অনেক বড় বড় বলিউড তারকারাও ওটিটিতে অভিনয় করে নজর কেড়েছেন। শিল্পীদের অভিনয় দক্ষতা দেখানোর সবচেয়ে ভাল প্ল্যাটফর্ম ওটিটি। তবে ওটিটিতে তারকাদের পারিশ্রমিকও আকশছোঁয়া। অনুরাগ কাশ্যপের সেক্রেড গেমসে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন সইফ আলি খাান। এই সিরিজের জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান।
মনোজ বাজপেয়ী
মনোজ বাজপেয়ীর অভিনয় ক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অভিনেতা হিসেবেও বলিউডে সুনাম রয়েছে। দ্য ফ্যামিলি ম্যান ২ ওয়েবসিরিজের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন মনোজ বাজপেয়ী।
নওয়াজউদ্দিন সিদ্দিকী
বলিউডের ভার্সেটাইল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী নিজের অভিনয় দক্ষতার জন্য নজর কেড়েছেন। তারকা সুলভ চেহারা না হলেও অভিনয়ে তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে দেন অভিনেতা। সেক্রেড গেমসের দ্বিতীয় সিজনের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী ।
রাধিকা আপ্তে
সাহসী অভিনেত্রী হিসেবেও বলি মহলে যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। ডি-গ্ল্যাম লুকের বাইরেও অন্য ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাধিকা । বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। বলি গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা আপ্তে। বর্তমানে নেটফ্লিক্সের জনপ্রিয় মুখ রাধিকা। সেক্রেড গেমসের জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রাধিকা আপ্তে।
আলি ফজল
জনপ্রিয় অভিনেতা আলি ফজলকে মির্জাপুর সিরিজে গুড্ডু ভাইয়ার চরিত্রে দেখা গেছে। সূত্র থেকে জানা গেছে এই চরিত্রের জন্য ১২ লাখ পারিশ্রমিক নিয়েছেন বলি অভিনেতা।
সামান্থা রুথ প্রভু
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। বর্তমানে বলিউডের তাবড় তাবড় তারকাদের পিছনে ফেলে প্যান ইন্ডিয়ার এক নম্বর অভিনেত্রী হলেন সামান্থা রুথ প্রভু। দ্য ফ্যামিলি ম্যান ২ -এ নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন সামান্থা। এই সিরিজের অভিনয়ের জন্য ৪ কোটি পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।
পঙ্কজ ত্রিপাঠি
বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ইতিমধ্যেই বলিউডের এ-লিস্টারদের মধ্যে রয়েছেন। অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। মির্জাপুরের প্রথম সিজনের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। এবং সেক্রেড গেমস ২ -এর জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।