পাকিস্তানকে আবারও হারিয়ে জয় ভারতের উচ্ছাসে মাতল বলিউড থেকে টলিউড সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে প্রতিক্রিয়া খুশির মেজাজ, ভারতের দখলে 

রবিবার, ফাদার্স ডে, দিনটি আরও বেশি জমিয়ে দিল ভারত-পাক খেলা। বিশ্বকাপে ২২ গজে আবারও এক হাত নিয়ে নিল ভারত। এক কথায় যাকে বলে বাপি বাড়ি যা ম্যাচ। খেলার ফলা ফলে সাত-এ সাত। ফলেই উচ্ছাসে মাতল ভারতবাসী। ফলেই নিজেকে আটকে রাখতে না পেরে এই আনন্দ সকল ভক্তদের সঙ্গে শেয়ার করে নিলেন তারকারা। বলিউড থেকে টলিউচ, বাদ পরল না খুদে সেলেব-শিশুও।

ম্যাচ শেষ হওয়ার পরই প্রবাদপ্রতীম গায়িকা আশা ভোসলে প্রশংসায় পঞ্চমুখ হয়ে জানিয়েই দিলেন তার প্রিয় রং নীল।

Scroll to load tweet…

বাংলার চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও খেলা শেষ হওয়ার পর মুহুর্তেই টুইট করে বেশ কয়েকবার লিখেছিলেন জয়। অন্যদিকে একই রকম সুর চরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছিলেন, এটা সকলের জন্য গর্বের মুহুর্ত। ভারতীয় ক্রিকেট টিম এই জয় আমাদের দিয়েছে। শুধু তাই নয়, পরবর্তি খেলার জন্যও সকলকে অভিনেতা আগাম শুভেচ্ছা বার্তা জানান। 

Scroll to load tweet…

শুধু তাই নয়, খুদে সেলিব্রিটিও বাদ পরল না এই সেলিব্রেশন থেকে। স্যাফ পুত্র তৈমুরও সেলুট ঠুলে দিল ভরতীয় টিমের উদ্দেশ্যে। সেই ছবি করিনা কাপুর শেয়ারও করলেন সোশ্যাল পেজে।

View post on Instagram