আবারও এসভিএফ-এ ফিরছেন দেববিবাদ মিটিয়ে আবারও নতুন ছবি সাক্ষর দেবেরপরিচালনায় থাকতে পারেন ধ্রুবসোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি

এক সময় এসভিএফের সঙ্গে চুক্তি বদ্ধ হয়ে একের পর এক দর্শকদের উপহার দিয়েছেন দেব। তবে দেব এন্টারটেইমেন্ট তৈরি হওয়ার পরই বেজায় সম্পর্কে জটিলতা সৃষ্টি হয় তাঁদের। এসভিএখ থেকে বেড়িয়ে আসেন দেব। তারপর থেকে নিজের ব্যানারেই ছবি করে চলেছেন দেব। কিন্তু কোথাও গিয়ে যেন এবার সেই সম্পর্কের উষ্ণতা খানিক স্বাভাবিক হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটাই খবর। এসভিএফ-এ আবারও ফিরছেন দেব। দীপাবলির আগে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে এমনই খবর প্রকাশ্যে নিয়ে এলেন মহেন্দ্র সোনি। টলিউডে একসময় হাতেখড়ি অভিনেতার এই প্রযোজনার হাত ধরেই সেখানে আবারও ফিরে আসার খবর ছড়িয়ে পড়া মাত্রই ভক্তদের মধ্যে আবারও উত্তেজনা বৃদ্ধ পায়।

Scroll to load tweet…

এখানেই শেষ নয়, কেবল যে সম্পর্ক ভালো হয়েছে এমনটা নয়, বরং তাঁরা এক সঙ্গে আবারও ছবি তৈরি করতে চলেছেন। এমনটাও শোনা যাচ্ছে কান পাতলে। যদিও মহেন্দ্র সোনির প্রফাইলে ক্যাপসন লক্ষ্য করলেও তার আন্দাজ পাওয়া যায়। ছবির পরিচালনায় থাকছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কারণ সেই ছবিতে দেব মহেন্দ্র সঙ্গে দেখা মিলেছে ধ্রুবরও।