সংক্ষিপ্ত

সব প্রশ্নের উত্তর দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে প্রোমো রিলিজ করা হয়েছে, তাতে সিজন ৯-য়ের ঝলক বেশ মন কেড়েছে দর্শকদের। রচনা বাংলার দিদিদের সাথে একটি সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে আসবেন

দিদিরাই দিদিদের এগিয়ে নিয়ে যায়। নতুন রূপে নতুন সাজে এই ক্যাচলাইনকে সঙ্গী করে ফের পর্দা কাঁপাতে তৈরি দিদি নম্বর ১ (Didi no 1)। সঞ্চালিকা সেই চেনা মুখ-রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। জি বাংলার পর্দায় বিকেল পাঁচটায় শুরু হচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো (Bengali Reality Show) দিদি নম্বর ১ - সিজন ৯ (Season 9)। ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার ভ্যালেন্টাইনস ডেতে দিদি নম্বর ১ শুরু হওয়ার খবরে যারপরনাই খুশি অনুষ্ঠানের দর্শকরা। 

দীর্ঘদিন ধরে প্রতিটা বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ১'। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ একটি প্রচার ঝলকের মাধ্যমে জানিয়ে ছিলেন, শেষ হয়ে যাচ্ছে এত বছর ধরে চলতে থাকা জনপ্রিয় রিয়্যালিটি শো। সবকিছুরই একটা শেষ থাকে। তবে এত জনপ্রিয় একটা শো হঠাৎ করে কেন বন্ধ হয়ে যাচ্ছে তা নিয়ে হাজারো প্রশ্ন ওঠে দর্শকদের মধ্যে। 

তবে সব প্রশ্নের উত্তর দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে প্রোমো রিলিজ করা হয়েছে, তাতে সিজন ৯-য়ের ঝলক বেশ মন কেড়েছে দর্শকদের। রচনা বাংলার দিদিদের সাথে একটি সম্পূর্ণ নতুন রূপে দর্শকদের সামনে আসবেন। চ্যানেল কর্তৃপক্ষ জানাচ্ছেন আগে কখনো দেখা যায় নি এমন ফর্ম্যাট। "নতুন রূপে নতুন সাজে" ট্যাগ লাইন নিয়ে আসছে দিদি নম্বর ১। 

View post on Instagram
 

দর্শকরা দেখতে পারবেন কিভাবে বাংলার ঘরের দিদিরা একে অপরের পাশে দাঁড়ান এবং জীবনে এগিয়ে যান, হাতে হাত রেখে। ১৪ ফেব্রুয়ারী, বিকাল ৫টায় গ্র্যান্ড উদ্বোধন হবে দিদি নম্বর ১য়ের। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসা দিবসের দিনই  নতুন সিজন নিয়ে আসতে চলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। ভ্যালেন্টাইনস ডে-র দিন থেকেই চেনা সময়ে দেখা যাবে রচনা বন্দ্যোপাধ্যায়কে। রচনা জানিয়েছেন, নয়া এপিসোডে তিনি নিজেকে নতুন ভাবে উপস্থাপিত করবেন। আগের প্রতিটা সিজনের মতোই তাকে ঘিরে থাকবেন দিদিরা। নিজেদের জীবনের সমস্ত কঠিন লড়াইকে পর্দায় তুলে ধরবেন রচনা বন্দ্যোপাধ্যায়। লড়াকু দিদির জীবনের কঠিন লড়াইয়ের সাক্ষী থাকবে 'দিদি নম্বর ১'-এর (Didi No 1) মঞ্চ। 

উল্লেখ্য, ২০১০ সালে শুরু হয়েছিল 'দিদি নম্বর ১'-এর (Didi No 1) পথচলা। প্রথম দিন থেকে এখনও পর্যন্ত রিয়্যালিটি শো-এর অভিনবত্ব দর্শকদের মন জয় করে নিয়েছে। যদিও মাঝে সাময়িক সময়ের জন্য সঞ্চালিকা বদল ঘটেছিল যেখানে রচনার পরিবর্তে  দেবশ্রী রায়, জুন মালিয়াকে দেখা গিয়েছিল। কিন্তু দর্শকদের অনুরোধে ফের চ্যানেল কর্তৃপক্ষ তাদের সরিয়ে ফের সঞ্চালিকার জায়গায় নিয়ে এসেছিল রচনা বন্দ্যোপাধ্যায়কে। জনপ্রিয় রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান'-এর  পর থেকে টলিউড অভিনেত্রী হিসেবে নয়, বরং রচনা বন্দ্যোপাধ্যায়  'দিদি নম্বর ওয়ান' হিসেবেই সকলের কাছে বেশি পরিচিত।