প্রকাশ্যে এল রণবীর সিং-এর পরবর্তী ছবির খবর নতুন লুকে তাক লাগালেন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল জয়েশভাই জোরদার প্রথম লুক শেয়ার করলেন অভিনেতা

বর্তমানে ৮৩ ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত রণবীর সিং। সেই ছবির কাজ নিয়েই এখন বেজায় ব্যস্ত অভিনেতা। তবে তারই মাঝে সোশ্যাল মিডিয়াতে ধরা দিলেন জয়েশভাই। সাদাসিধে এই ব্যক্তিটি আগলে রেখেছেন এলাকার মহিলাদের। এমনই এক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন রণবীর সিং।

গুজরাতের পটভূমিতে ভিত্তি করেই তৈরি হতে চলেছে রণবীর সিং-এর পরবর্তী ছবি জয়েশভাই জোরদার। সেই ছবিরই প্রথম লুক এবার প্রকাশ্যে এল। সেখানেই দেখা গেল, গোটা এলাকার মহিলাদের দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছেন রণবীর সিং। ছাপোষা মধ্যবিত্ত এই ব্যক্তিটির ভূমিকায়ে পর্দায় ধরা দেবেন নয়া রণবীর। এর আগে গুজরাতি পটভূমিতে ছবি করতে দেখা যায়নি রণবীর সিং-কে। 

View post on Instagram

এই ছবিতে রণবীর সিং-এর বিপরীতে দেখা যাবে শালিনী পান্ডেকে। প্রথম লুক প্রকাশ্যে আসার পরই ছবির গল্প নিয়ে নেট দুনিয়ায় জল্পনা তুঙ্গে। তবে কী সমাজের কোনও গুরুত্বপূর্ণ দিকই তুলে ধরতে চলেছেন রণবীর সিং! তবে জয়েশভাইয়ের লুক অন্য ইঙ্গিতই দিয়ে থাকে। ছবির চিত্রনাট্যে গুরুত্বপূর্ণ ইশারা থাকলেও গল্পের উপস্থাপনা যে মজার হতে চলেছে, তা নিয়ে কোনও দ্বিমত থাকে না।