স্টার সিনে পুরস্কারে তারকাদের নজর কাড়া উপস্থিতি একাধিক পুরস্কারে পুরস্কৃত গল্লি বয় গাড়ির পেছনে পুরস্কার রেখে ছবি তুললেন রণবীর মুহুর্ত ছড়িয়ে পড়ল ছবি নেট দুনিয়ায়

ইতিমধ্যাই রণবীর আলিয়া অভিনীত ছবি গল্লি বয় পাড়ি দিয়েছে অস্কার দৌড়ে। তারই মধ্যে একের পর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাজিমাত করছে এই ছবি। কখনও সেরা জুটি, কখনও অনবদ্য চিত্রনাট্য কখনও আবার অভিনয়, বিভিন্ন দিক থেকেই যে এই ছবি পেছনে ফেলেছে বাকি ছবিদের তা আর বলার অপেক্ষা রাখে না। স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডেও তেমনটাই দেখা গেল। 

View post on Instagram

 ১১ ডিসেম্বর, রবিবার অনুষ্ঠিত হল স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানেও একাধিক পুরস্কার জিতে নিল গল্লি বয় ছবি। এর আগে ফিল্মফেয়ার পুরস্কারের চিত্রটাও ছিল একই রকমের। এদিন শ্রেষ্ঠ ছবির পুরস্কারটিও নিজের দখলে রাখল এই ছবি। অভিনয়ের জন্যও শ্রেষ্ঠ পুরস্কার পেলেন রণবীর সিং ও আলিয়া ভাট। এখানেই শেষ নয়, শ্রেষ্ঠ পরিচালনার বিভাগেও সেরা হল গল্লি বয়। পুরস্কার পান জোয়া আখতার। 

View post on Instagram

স্টার সিনে পুরস্কার উপলক্ষ্যে রবিবার রেডকার্পেট ভরে উঠেছিল তারকাদের নজর কাড়া উপস্থিতিতে। পোজ দিয়ে ছবি তুলে একে অন্যকে হার মানালেন অভিনেতা-অভিনেত্রীরা। যদিও সকলের লুকের থেকে এদিন আলিয়া ভাট ছিলেন খানিকটা আলাদা। শাড়ি পরে এদিন তাঁকে যেন আরও পরিণত মনে হল।