সংক্ষিপ্ত
আজ সকাল ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলে বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের (Mumbai) একটি হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বরাবরই তিনি হিট হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। আজ দেখে নেওয়ার যাক তার মধ্যে কয়েকটি।
ফের নক্ষত্র পতন হল সঙ্গীত জগতে। আচমকা বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) মৃত্যু সংবাদ স্তব্ধ করল সঙ্গীত মহল। কদিন আগেই মারা গিয়েছেন লতা মঙ্গেশকর। তারপর গতকাল গত হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ সকাল ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলে বাপ্পি লাহিড়ি। মুম্বইয়ের (Mumbai) একটি হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বরাবরই তিনি হিট হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। আজ দেখে নেওয়ার যাক তার মধ্যে কয়েকটি।
ইয়াদ আ রাহা হ্যায় – বাপি লাহিড়ির গাওয়ার হিট গানের মধ্যে একটি ইয়াদ আ রাহা হ্যায়। ডিস্কো ডান্সার ছবিটির সাফল্য আজও সকলে মনে রেখেছেন। বাপি লাহিড়ির গানে মিঠুন চক্রবর্তীর নাচ এখনও মন কাড়ে দর্শকদের। ছবিটি ১৯৮২ সালে মুক্তি পায়েছি।
দেখা গ্যায় ম্যায়নে তুঝকো ফির- ১৯৮১ সালে মুক্তি পাওয়া ওয়ারদত ছবির গান দেখা গ্যায় ম্যায়নে তুঝকো ফির। ৫ মিনিটের এই গানটি সে যুগে বেশ সফল হয়েছিল। এই গানে পারফর্ম করেছিলেন মিঠুন চক্রবর্তী। দেখা গ্যায় ম্যায়নে তুঝকো ফির গানটি আজও বলিউডের সেরা গানের তালিকায় স্থান পায়।
ও লাল দুপট্টে ওয়ালি- ও লাল দুপট্টে ওয়ালি তেরা নাম তো বতা, গানটি সকলেরই পরিচিত। এই হিট গানটি পরিচালনা বাপ্পি লাহিড়ি। তার নির্দেশনায় কুমার শানু, সুভাষ ভোঁসলের মতো শিল্পীরা গানটি গেয়েছিলেন। গোবিন্দা, চাঙ্কি পান্ডে, রাজেশ্বরীর মতো বিখ্যাত বলিউড স্টারেরা পারফর্ম করেছিলেন গানে।
রাত বাকি বাত বাকি- রাত বাকি বাত বাকি গানটি পরিচালনা করেছিলেন বাপ্পি লাহিড়ি। ১৯৮২ সালে মুক্তি পাওয়া এই গানটি বেশ সফল হয়েছিল বক্স অফিসে। আশা ভোঁসলে, বাপি লাহিড়ি ও শশি কাপুর গেয়েছিলেন গানটি।
জওয়ানি জানে মন- নমক হালাল ছবির জওয়ানি জানে মন গানটি সে সময় বেশ সফল হয়েছিল। বাপ্পি লাহিড়ির মিউজিকে আশা ভোঁজলে গেয়েছিলেন গানটি। ১৯৮২ সালে মুক্তি পাওয়া গানটি বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে।
সলাম ই ইস্ক- গুণ্ডে ছবির সলাম ই ইস্ক কম-বেশি সকলেরই পছন্দের গানের তালিকায় রয়েছে। বলিউডের হিট এই ট্রাকটি বাপ্পি লাহিড়ির গাওয়া। গানটিতে বলিস্টারদের পারফরমেন্স যেমন দর্শকদের নজড় কেড়েছিল, তেমনই হিট হয়েছিল মিউজিক ট্রাকটি।
বম্বাই সে আয়া মেরা দোস্ত- আপ কি খতরি ছবির বম্বাই সে আয়া মেরা দোস্ত গানটি আজও হিট বলিউড গানের তালিকায় স্থান পায়। বাপ্পি লাহিড়ির কন্ঠে বম্বাই সে আয়া মেরা দোস্ত গানটি বেশ সফল হয়েছিল বক্স অফিসে। ১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল গানটি।
কই ইঁয়া নাচে নাচে- বাপ্পি লাহিড়ির আরও একটি হিট গান হল কই ইঁয়া নাচে নাচে। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন বাপ্পি লাহিড়ি। তিনি গানটিও গেয়েছেন। ‘ডিস্কো ডান্সার’ ছবির গান এইটি। বাপ্পি লাহিড়ির তালে সকল দর্শকেরাই এক সময় কোমড় দুলিয়েছিল গানটিতে।
জিনা ভি কেয়া হ্যায় জিনা, তেরে আঁখো কে বিনা- মিঠুনের নাচ আর বাপ্পি লাহিড়ির কন্ঠ এক সময় বলিউড মাত করেছিল। তাদের জুটির আরও একটি গান হল জিনা ভি কেয়া হ্যায় জিনা, তেরে আঁখো কে বিনা। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ক্যশম পয়া করনে ওয়ালো কি ছবির এই গানটি আজও মনে রেখেছেন দর্শকেরা।
ইয়ার বিনা চ্যয়েন কহা রে- বাপ্পি লাহিড়ির হিট গানের তালিকা তৈরি করলে অবশ্যই থাকবে ইয়ার বিনা চ্যয়েন কহা রে গানটি। অনিল কাপুর ও অমৃতা রাও-এর পারফরমেন্স আর বাপ্পি লাহিড়ির কন্ঠ এক অনবদ্য উপহার দিয়েছেন দর্শকদের।
দিল মে হো তুম- ১৯৮৭ সালে মুক্তি পাওয়া দিল মে হো তুম গানটি বেশ সফল হয়েছিল বক্স অফিসে। এই গানটিও বাপ্পি লাহিড়ি দর্শকদের উপহার দেন। রোম্যান্টির এই গানের সুরে অনেকেই সে সময় প্রেম নিবেদন করেছিলেন তাঁর ভালোবাসার মানুষকে।
ও লা লা- ২০১২ সালে মুক্তি পাওয়া জার্টি পিকচার বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে। এই ছবির হিট গান ও লা লা শোনা গিয়েছিল সকল দর্শকদের কন্ঠে। এই গানটিও বাপ্পি লাহিড়ি উপহার দেন দর্শকদের। বিদ্যা বালানের পারফরমেন্স যেমন নজড় কেড়েছিল, তেমনই মন কেড়েছিল বাপ্পি লাহিড়ির কন্ঠ স্বর।
তুনে মারি এন্ট্রি- ২০১৪ সালে মুক্তি পাওয়া তুনে মারি এন্ট্রি সেরা বলিউড গানের মধ্যে একটি। গুণ্ডে ছবিতে বাপ্পি লাহিড়ির কন্ঠে এই গান সাড়া ফেলেছিল বক্স অফিসে। ছবির এতটাই সফল হয়েছে যে আজও তা রয়ে গিয়েছে দর্শক মনে।
তম্যা তম্যা এগেন- ২০১৭ সালে মুক্তি পাওয়া বদ্রিনাথ কি দুলহানিয়া ছবির হিট গান তম্যা তম্যা এগেন। বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত ছবিটি বেশ সফল হয়েছিল বক্স অফিসে। সঙ্গে সফল হয়েছিল তম্যা তম্যা এগেন গানটি। এই গানটি গেয়েছিলেন বাপ্পি লাহিড়ি।
দে দে পেয়ার দে- ১৯৮৪ সালে মুক্তি পাওয়া ‘শরাবি’ ছবির দে দে পেয়ার দে গানটি এক সময় বেশ সাড়া ফেরেছিল বক্স অফিসে। বাপ্পি লাহিড়ির পরিচালনায় এই গানটি সাড়া ফেলেছিল বক্স অফিসে। অমিতাভ বচ্চন ও জয়া প্রদা অভিনয় করেছিলেন এই গানে।
আরও পড়ুন: সোনা ভালোবাসতেন, তাই শেষ দীপাবলিতে বাপ্পি কিনেছিলেন সোনার কাপ-প্লেট
আরও পড়ুন: মাইকেল জ্যাকশনের শোতে আমন্ত্রণ পেয়েছিলেন বাপ্পি লাহিড়ি, ফিরে দেখা সেই সুরেলা জার্নি