সংক্ষিপ্ত

ছবিতে এ কী ধরনের সংলাপ

নেটিজেনদের তোপের মুখে কার্তিক

ট্রেলার মুক্তিতে সোশ্যাল মিডিয়া তোলপাড়

আগামী ছবি ঘিরে জল্পনা তুঙ্গে 

ছবির মূল মন্ত্রই বোধহয় কার্তিকের দীর্ঘ উক্তি। প্রসঙ্গে কখনও মেয়ে, কখনও আবার সম্পর্কের সাত কাহন। এবারও তার ব্যতিক্রম হল না। বিষয়টা খানিকটা এমন, কার্তিক অভিনীত ছবি পেয়ার কা পঞ্চ নামা ছবি যখন মুক্তি পায় তখন মেয়েদের নিয়ে দীর্ঘ একটি সংলাপ বেজায় জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু নেটিজেনরা তাঁকে ছেড়ে কথা বলেনি। 

 

 

মেয়েদের নিয়ে বিভিন্ন মতামত পোষণ করার ফলে কার্তিককে বেজায় সমস্যার সন্মুখীন হতে হয়। সেই একই ঘটনা দেখা দিয়েছিল পরবর্তী ছবিতেও। এবার মুক্তির অপেক্ষায় রয়েছে পতি পত্নী অউর উয়ো ছবি। সেই ছবির ট্রেলার মুক্তির পর থেকেই আবারও নজরের কেন্দ্র বিন্দুতে কার্তিক। এবারেও ছবিতে দেখা যাবে একটি দীর্ঘ সংলাপ। তারই একটি ঝলক দেখা দিল ছবির ট্রেলারে। 

 

 

মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল সেই সংলাপ। যেখানে কার্তিককে বলতে শোনা যায়- স্ত্রীর সঙ্গে সহবাসের ইচ্ছে প্রকাশ করলে ভিখারি, আর স্ত্রীর সঙ্গে সহবাস না করলে অত্যাচারী, আর এই বিষয় জোর করলে আমরা ধর্ষক। ছবির এই সংলাপ প্রকাশ্যে আসা মাত্রই তীব্র নিন্দা করা হয় কার্তিককে নিয়ে।