অবশেষে  হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন লতা ব্রিচ ক্যান্ডি হাসপাতালের  চিকিৎসক টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি  নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই খবর নিজেই জানিয়েছেন লতা

সঙ্কট কাটিয়ে আপাতত সুস্থ রয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। ধীরে ধীরে কিংবদন্তী গায়িকার অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে লতার অবস্থা স্থিতিশীল। টানা ২৮ দিন ভর্তি থাকার পর গতকালই ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

 নিজের ট্যুইটার হ্যান্ডেলে সেই খবর নিজেই জানিয়েছেন লতা। তিনি ট্যুইটে জানিয়েছেন, নমস্কার, গত ২৮ দিন ধরে আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলাম। নিউমোনিয়া এবং বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলাম। 

Scroll to load tweet…

আরও একটি ট্যুইট করে তিনি জানিয়েছেন, তাকে সুস্থ করে তোলার জন্য চিকিৎসকদের অনেক অবদান রয়েছে। ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক টিমকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Scroll to load tweet…

কিছুদিন আগে সূত্র থেকে জানা গিয়েছিল তিনি নাকি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবশেষে সমস্ত জল্পনা খোলসা করে তিনি নিজেই খুশির খবরটি সকলকে জানালেন। প্রাথমিক অবস্থার থেকে এখন অনেকটাই সুস্থ হয়েছেন তিনি। সুর সম্রাজ্ঞী সুস্থ হয়ে বাড়ি ফেরার খবরে শুভেচ্ছা জানিয়েছেন গোটা দেশের মানুষ তথা গোটা বলিউড।