অবশেষে শপথ গ্রহণ করলেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান বিয়ের জন্য নুসরত নির্দিষ্ট দিনে শপথ নিতে পারেননি নুসরত জাহান  সোমবার রাতেই তাই স্বামী নিখিল জৈনের সঙ্গে পাড়ি দেন দিল্ল আজ মঙ্গলবার সকালে বসিরহাট কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শপথ গ্রহণ করলেন

অবশেষে শপথ গ্রহণ করলেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। বিয়ের জন্য নুসরত নির্দিষ্ট দিনে শপথ নিতে পারেননি নুসরত জাহান। সোমবার রাতেই তাই স্বামী নিখিল জৈনের সঙ্গে পাড়ি দেন দিল্লি। আজ মঙ্গলবার সকালে বসিরহাট কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শপথ গ্রহণ করলেন। 

Scroll to load tweet…

বন্ধু নুসরতের বিয়েতে থাকবেন বলে মিমিও শপথ নিতে পারেননি নির্দিষ্ট দিনে। তাই আজ যাদবপুর কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থীও শপথ গ্রহণ করলেন। 

Scroll to load tweet…

প্রসঙ্গত, বিয়ের পরে প্রথম রাজনীতির ময়দানে পা রাখলেন নুসরত জাহান। একেবারে নতুন বউয়ের মতোই লাগছিল তাঁকে। একটি বেগুনি পাড়ের সাদা শাড়ি পরেছিলেন তিনি। সঙ্গে ছিল হাত ভর্তি মেহেন্দি, চূড়া, ও মাথা ভরা সিঁদুর। মিমি চক্রবর্তী এইদিন হালকা বাদামী ও সাদায়ে একটি চুড়িদার কামিজ পরেছিলেন। 

Scroll to load tweet…

বোদরুম থেকে ফিরেই বিমানবন্দরে সংবাদমাধ্যমের সামনে নুসরত বলেছিলেন, সন্দেশখালি শান্ত রয়েছে। দলের লোকজন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। আমিও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সব কিছু নিয়ন্ত্রণে রেখেছি। 

আগামী ২৮ জুন নুসরত বসিরহাট যাবেন বলে জানিয়েছেন।