সংক্ষিপ্ত

মঙ্গলবার চলতি বছরের অস্কারের মনোনয়নের তালিকা সামনে আসা মাত্রই মন ভাঙল ভারতীয়দের। নাম নেই জয় ভীমের। এবার সেরার সেরা তালিকাতে জায়গা করে নিল কোন কোন ছবি, দেখে নেওয়া যাক। 

জানুয়ারি মাসেই দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স প্রকাশ করেছিল ২০২২ সালের অস্কারে (Oscar 2022 Nomination)  'সেরা চলচ্চিত্র'এর (Best Movie) দৌড়ে রয়েছে কোন কোন সিনেমা। তালিকায় ছিল মোটের ওপর ২৭৬টি সিনেমা। ব্ল্যাক-ইশ তারকা ট্রেসি এলিস রস এবং অভিনেতা-কমেডিয়ান লেসলি জর্ডানের উপস্থাপনায় সঞ্চালিত হবে অনুষ্ঠানটি। তবে ভারতীয়দের কাছে আশা ছিল অস্কার ২০২২ এর সেরা ফিচার চলচ্চিত্রের দৌড়ে থাকতে চলেছে দক্ষিণের ছবি 'জয় ভীম','মরোক্করঃ লায়ন অক দ্য আরবিয়ান সি'। আমাজন প্রাইমে (Amazon Prime)  মুক্তি পাওয়া ছবি 'জয় ভীম' আইএমডিবি রেটিংয়ে সর্বোচ্চ রেটিং পাওয়া ছবি। তবে মঙ্গলবার চলতি বছরের অস্কারের মনোনয়নের তালিকা সামনে আসা মাত্রই মন ভাঙল ভারতীয়দের। নাম নেই জয় ভীমের (Joy Bhim) । এবার সেরার সেরা তালিকাতে জায়গা করে নিল কোন কোন ছবি, দেখে নেওয়া যাক। 

সেরা ছবির তালিকা (Best Movie List) -

বেলফাস্ট, কোডা, ডোন্ট লুক আপ, দুন, কিং রিচার্ড, দ্য পাওয়ার অব দ্য ডগ, দ্য ট্র্যাজেডি অব ম্যাকবেথ, ওয়েস্ট সাইড স্টোরি, ড্রাইভ মাই কার, লিকোরাইস পিজা, নাইটমেয়ার অ্যালে, 

সেরা পরিচালকের তালিকা (Best Director List)-

পল থমাস অনড্রেসন, কেনেথ ব্রানগ, জন ক্যাম্পিয়ন, স্টেভেন স্পেলবার্গ, রুসুক হামাগুচি

আরও পড়ুন- প্রথম লুকেই বাজিমাত অমিতাভের, বিটে বিটে হিট ঝুন্ড ছবির টিজার

আরও পড়ুন- 'দুটি গানে পারফর্ম করার সৌভাগ্য হয় আমার, যা আমার কাছে সম্পদ', লতা মঙ্গেশকর প্রয়াণে শোকজ্ঞাপন হেলেনের

আরও পড়ুন- কয়েক কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা

সেরা অভিনেত্রীর তালিকা (Best Actress List)-

অলিভিয়া কলম্যান, নিকোল কিডম্যান, জেসিকা ক্রিসটিয়ান, পেনেলুপ ক্রুজ, ক্রিসটিয়ন স্টুয়ার্ট

সেরা অভিনেতার তালিকা (Best Actor List)-

জাভির বারডেম, বেনেডিক কাম্বারবাচ, অন্ড্রিউ গারফিল্ড, উইল স্মিথ, ডেনজেল ওয়াশিংটন, 

৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার এই ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চ থেকে এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে মনোনীত হল দশটি চলচ্চিত্র। কোন কোন ছবির ভাগ্যে ২০২২-র মনোনয় জোটে, সেই অপেক্ষায় এখন প্রহর গুণছিল ভক্তমহল। নমোনয়নের তালিকা সামনে আসতেই তা ঝড়ের গতীতে হয়ে উঠল ভাইরাল। তবে থাকল না ভারতের কোনও ছবি, আক্ষেপ ছড়িয়ে পড়ল নেট পাড়ায়, টুইটে ভরছে সোশ্যাল মিডিয়ার পাতা। 

সেরা অরিজিনাল চিত্রনাট্য:

ডোন্ট লুক আপ (নিকোলাস ব্রিটেল), ডুন (হ্যান্স জিমার), এনক্যান্টো (জার্মাইন ফ্রাঙ্কো), প্যারালাল মাদার (আলবার্তো ইগলেসিয়াস), দ্য পাওয়ার অব দ্য ডগ (জনি গ্রিনউড)

সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য:

কোডা (সিয়ান হেডার), ড্রাইভ মাই কার (রুসুক হামাগুচি), ডুন (এরিক রথ, জন স্পাইহটস এবং ডেনিস ভিলেনিউভ), দ্য লস্ট ডটার (ম্যাগি গিলেনহাল), দ্য পাওয়ার অব ডগ (জেন ক্যাম্পিয়ন)

সেরা আন্তর্জাতিক ফিচার:

জাপান- ড্রাইভ মাই কার, ডেনমার্ক- ফ্লি, ইতালি- দ্য হ্যন্ড অব গড, ভুটান-লুনানা,  নরওয়ে- দ্য ওয়স্ট পরসেন ইন দ্য ওয়ার্ল্ড

সেরা অ্যানিমেটেড বৈশিষ্ট্য:

এনক্যান্টো, ফ্লি, লুকা, মিচেলস ভারসেস দ্য মেশিনস, রায়া এন্ড লাস্ট ড্রাগন