সাইফ আলি খানের বাবা কেন 'নবাব' উপাধি ত্যাগ করেছিলেন? জানুন সেই কাহিনিসাইফ আলি খান জানিয়েছেন, ১৯৭১ সালে ভারত সরকার রাজতন্ত্র বিলুপ্ত করার পর তাঁর বাবা মনসুর আলি খান পতৌদি তাঁর নাম থেকে 'নবাব' উপাধিটি বাদ দিয়েছিলেন। সাইফ জানান, তাঁর বাবা তাঁর নাম পরিবর্তন করে খান রেখেছিলেন এবং এই নামেই পরিচিত হয়েছিলেন।