সংক্ষিপ্ত

  • অস্কারের  আসর মানেই হাড্ডাহাড্ডি লড়াই
  • ৯২ তম অস্কার অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইট  সেরা ছবির পুরস্কার জিতে নিল
  • কান চলচ্চিত্র উৎসবেও সর্বোচ্চ সম্মান 'পাম দর' পেয়েছিল 'প্যারাসাইট' ছবিটি
  • মোট চারটি বিভাগে অস্কার জিতে নিয়েছে এই ছবি

অস্কারের  আসর মানেই হাড্ডাহাড্ডি লড়াই। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে এই নিয়ে চলতে থাকে লড়াই।  প্রতি বছরের মতো এইবছরও তার অন্যথা হল না।  ভেনিস, বার্লিন, কান চলচ্চিত্র উৎসবে বহুল আলোচিত সিনেমাগুলিই একে অপরকে টেক্কা দেয়।  এবারের হাড্ডাহাড্ডি লড়াইটা যেন জমে উঠেছে।  ৯২ তম অস্কার অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ছবি 'প্যারাসাইট' সেরা ছবির পুরস্কার জিতে নিল। শুধু অস্কারই নয় কান চলচ্চিত্র উৎসবেও সর্বোচ্চ সম্মান 'পাম দর' পেয়েছিল 'প্যারাসাইট' ছবিটি।

 

অবশেষে  অপেক্ষার অবসান।  শুরু হয়ে গেছে চলচ্চিত্র জগতের সবথেকে বড় পুরস্কার অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অস্কার পুরস্কারের চৃড়ান্ত  তালিকাও সামনে চলে এসেছে। ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে লস অ্যাঞ্জেলসে। আপাতত সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যেই লস অ্যাঞ্জলসের ডলবি অডিটোরিয়ামে শুরু হয়ে গেছে অস্কার পুরস্কারের অনুষ্ঠান। কাদের মাথার মুকুটে উঠল অস্কারের পালক সেদিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকেই। আবার কাদের সেরার সেরা থেকে ছিটকে গেলেন তা জানার আগ্রহও প্রবল রয়েছে।  গত বছরের মতো এই বছরও কোনও সঞ্চালক ছাড়াই  অস্কারের আসর বসেছিল।

 

আরও পড়ুন-অস্কার ২০২০, 'জোকার'-এর জন্য সেরা অভিনেতা হলেন জোয়াকিন ফিনিক্স...

তবে শুধু ছবি হিসেবে নয় মোট চারটি বিভাগে অস্কার জিতে নিয়েছে এই ছবি। হলিউডের তাবড় তাবড় সিনেমাকে পিছনে ফেলে সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা পরিচালক, সেরা বিদেশি ছবির অস্কার রয়েছে 'প্যারাসাইট'-এর ঝুলিতে। পরিচালক বং জন হু-এর এই ছবি একটি ছোট্ট পরিবারের গল্প বলে। পরিবারের মাত্র ৪ জন সদস্যদের নিয়েই ছবির গল্প শুরু হয়। তবে ছবির শেষের চমকই সিনেমাপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছে। আর সেটাই হল মূল ছবির ইউএসপি।