যকের ধনের পর এবার সমুদ্রদ্বীপের যকের ধনপ্রায় শেষ শ্যুটিং পর্বমুক্তি পেল ছবির প্রথম মোশন পোস্টারতিন বন্ধুর ভুমিকায় থাকছেন কোয়েল, পরম, গৌরব 

যকের ধন ছবিটির স্মৃতি এখন অনেকেরই মনে তরতাজা। সেই ছবিরই এবার সিক্যুয়েল নিয়ে আসতে চলেছেন পরিচালক সায়ান্তন ঘোষাল। ছবির কাজ শুরু হয়েছিল চলতি বছরের প্রথমেই। তখন থেকেই ছবি ঘিরে ছিল দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এবার শীতের ছুটিতেই আসতে চলেছে সাগরদ্বীপের যকের ধন। 

ছবির কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছিল ছবির টিজার। এবার মুক্তি পেল ছবির প্রথম মোশন পোস্টার। ছবিতে একি সঙ্গে রহস্য সমাধানে নামবে তিন বন্ধু, যে চরিত্রগুলিতে অভিনয় করতে দেখা যাবে কোয়েল মল্লিক, পরমব্রত ও গৌরব চক্রবর্তীকে। এখানে এক ডাক্তারের ভুমিকায় অভিনয় করবেন কোয়েল মল্লিক। তবে এবারের রহস্য যেন আগের থেকে বেশ কয়েকগুণ অধিক।

Scroll to load tweet…

২০১৬ সালে মুক্তি পাওয়ার কথা ঠিল যকের ধন ছবিটির। কিন্তু সেই ছবি প্রকাশ্যে এসেছিল ২০১৭ সালে। এবার তারই সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে ৬ ডিসেম্বর। বক্স অফিসে যকের ধন ভালোই সাড়া ফেলেছিল। ফলে এই ছবিকে নিয়েও বেশ আশাবাদী পরিচালক। যদিও ডিসেম্বরেই মুক্তির তালিকায় রয়েছে এক গুচ্ছ ছবি, তাদের কড়া টক্কর দেওয়ার জন্যই এবার তৈরি পরম-কোয়েল বাহিনী।