বাঙালি গোয়েন্দারা বাংলার তারকাদের দখলে। ঋষভ বসু তাই বিদেশি গোয়েন্দা? সায়ন্তর ঘোষালের আগামি ছবির শার্লক হোমস ওরফে ‘সরলাক্ষ হোমস’ তিনি! প্রতিদ্বন্দ্বী ব্যোমকেশ, ফেলুদা? উপালি মুখোপাধ্যায়ের প্রশ্নের জবাবে অকপট সিরিজের ‘শ্রীকান্ত’
বাঙালি গোয়েন্দারা বাংলার তারকাদের দখলে। ঋষভ বসু তাই বিদেশি গোয়েন্দা? সায়ন্তর ঘোষালের আগামি ছবির শার্লক হোমস ওরফে ‘সরলাক্ষ হোমস’ তিনি! প্রতিদ্বন্দ্বী ব্যোমকেশ, ফেলুদা? উপালি মুখোপাধ্যায়ের প্রশ্নের জবাবে অকপট সিরিজের ‘শ্রীকান্ত’
প্রশ্ন: আগামি তিন মাস আপনার ঠিকানা লন্ডন?
ঋষভ: (হেসে ফেলে) হ্যাঁ, সে রকমই হতে চলেছে। সায়ন্তন ঘোষালের পরের ছবি ‘সরলাক্ষ হোমস’-এ আমি নামভূমিকায়। শার্লক হোমসের জুতোয় পা গলাচ্ছি।
প্রশ্ন: হোমসের বাড়িতে শ্যুটিং হবে?
ঋষভ: যত দূর শুনেছি, হোমসের বাড়িতে শ্যুট হবে না। তবে বাড়ির আশপাশে, বেকার স্ট্রিটে শ্যুট হবে। এটাই মস্ত পাওনা।
প্রশ্ন: যখন শুনলেন আপনি শার্লক হোমস...?
ঋষভ: বিশ্বাস করতে পারিনি। বিরাট কোহলি যেমন ইনিংস খেলার পরেও বুঝে উঠতে পারছিলেন না দীপাবলিতে ভারতীয় তিনি কত বড় উপহার দিলেন, আমারও ঠিক সেই অবস্থা। কী ভাবে আমায় এই চরিত্রের জন্য বাছা হল, কী কারণে আমি চূড়ান্ত নির্বাচিত হলাম— সব ঘেঁটে ‘ঘণ্ট’। সব থেকে মজা কী জানেন? যাদবপুরে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়ার সময় আমার স্নাতকোত্তর পেপার ছিল শার্লক হোমস! সেই পেপার এখন যাদবপুরে পড়ানো হয়।

