সংক্ষিপ্ত
- মেজাজ হারালেন সলমন খান
- কেড়ে নিলেন ভক্তের ফোন
- বিমানবন্দরে রুদ্রমূর্তি ভাইজানের
- মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়
সম্প্রতি গোয়া এয়ারপোর্টে এক ভিন্ন লুকে ধরা দিলেন সলমন খান। রেগে গিয়ে যাকে বলে রুদ্রমূর্তি ধারন করলেন তিনি। মুম্বই এয়ারপোর্টে প্রায়সই সেলিব্রিটিদের দেখা যায়। আসা যাওয়ার মাঝেই ভক্তদের মুখোমুখি হতে হয় তারকাদের। অধিকাংশ সময়ই দেখা যায় যে বিমানবন্দরে ভক্তরা ঘিরে ধরেছেন তারকাদের।
আরো পড়ুনঃ শাহরুখ-সলমন-রণবীর-কে পেছনে ফেলে অজয়ের সেঞ্চুরি, বক্স অফিসে তানাজি ঝড়
এবার যদি সেই তারকা হয়ে থাকেন ভাইজান, তবে তো কথাই নেই। ভক্তদের উপচে পড়া ভিড় ঠেকায় কে! তেমনটাই ঘটল এবার সলমন খানের সঙ্গে। সম্প্রতি এক ভক্ত তাঁকে বিমানবন্দরে দেখে ছবি তুলতে লাগলেন। আচমকাই ফোন ছিনিয়ে নিলেন সলমন খান। এরপর দেহরক্ষীরা সলমনকে গার্ড দিয়ে নিয়ে চলে যায়।
ঘটনার বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে টুইট। সেখানেই দেখা যায় সলমন খানের ডান হাতে একটি সাদা ফোন। এই ফোনটাই তিনি কেরে নিয়েছিলেন ভক্তের হাত থেকে। মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিও। বর্তমানে সলমন খানকে বেশ কয়েকবার মেজাজ হারাতে দেখা গিয়েছে বিগ বস-এর সেটে। তবে ভক্তের সঙ্গে এমন আচরণে নেট দুনিয়ায় সরব অনেকেই।