সংক্ষিপ্ত
- লকডাউনের জেরে বহু ছবির মুক্তি বন্ধ হয়েছিল
- এবার সিনেমাহলের মালিক এবং সিনেমাপ্রেমীদের জন্য সুখবর
- আনলকের চতুর্থ পর্বে খোলা যেতে পারে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি
- কেন্দ্রের তরফে এমনই পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে
সম্প্রতি করোনা মোকাবিলায় ত্রস্ত হয়ে উঠেছে গোটা দেশ। লকডাউনের জেরে বহু ছবির মুক্তি বন্ধ হয়েছে। আবার বহু ছবির শুটিংও বন্ধ হয়ে গেছে। তবে শুধু শুটিং বন্ধই নয়, সিনেমাহল থেকে শপিং মল, অফিস, দোকান, সমস্ত কিছুতেই কোপ পড়েছিল। লকডাউনের আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোটা দেশ। এবার শপিং মল, অফিস, দোকান সহ একে একে সব খুললেও সরকারি তরফে এখনও মেলেনি সিনেমা হল খোলার অনুমতি।
এবার সিনেমাহলের মালিক এবং সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। সূত্র থেকে জানা গেছে, আনলকের চতুর্থ পর্বে খোলা যেতে পারে সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি। কেন্দ্রের তরফে এমনই পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। শুটিংয়ের ক্ষেত্রেও মিলেছে ছাড়পত্র। তবে সিনেমা হল কবে খুলবে এই নিয়ে হাজারো প্রশ্ন উঠেছিল। জানা যাচ্ছে, আনলক পর্বের সমস্ত নিয়মবিধি মেনেই আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতেই সিঙ্গল স্ক্রিন খোলার অনুমতি দেওয়া হতে পারে।
আরও পড়ুন-শীঘ্রই মা হতে চলেছেন বিপাশা, বিয়ের চার বছর পর হবু সন্তানের খোঁজে 'বং বিউটি'...
করোনার নিয়মবিধি মেনে দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজ করার নিয়ম মেনে তবে সিনেমা হল খোলার অনুমতি দেওয়া হতে পারে। এর পাশাপাশি সিনেমাহলের তাপমাত্রা ২৪ ডিগ্রির বেশি রাখতে হবে বলেই জানা গেছে। এখানেই শেষ ময়, দুটো সারির মাঝখানে একটা সারি ফাঁকা রেখেই তারপরেই দর্শক বসানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে । এমনকী ২জন দর্শকের মাঝে অন্তত খুব কম করে ৩ মিটার দূরত্ব বজায় রেখে দর্শক বসানোর পরিকল্পনাও রয়েছে। লকডাউনের কারণেই বক্স অফিসে ব্যবসা করতে পারেনি বিগ বাজেটের ছবি। তাই কোনও উপায় না পেয়ে সঙ্কট পরিস্থিতিতে ছবি মুক্তি নিয়ে ওটিটি প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছেন ছবি নির্মাতারা। সিনেমা হল বন্ধ থাকার কারণেও বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন হল মালিকেরা। তবে এখনও পর্যন্ত সঠিক কোনও খবর মেলেনি। শেষমেষ কবে মিলবে হল খোলার অনুমতি, সেদিকেই তাকিয়ে সিনেমাপ্রেমীরা।