মিথিলাকে নিয়ে জেনেভাতে হানিমুনে সৃজিত হানিমুন নয়, রয়েছে আরও এক উদ্দেশ্য সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন সৃজিত ফিল্মি স্টাইলে মিথিলাকে কীসের অনুমতি দিলেন সৃজিত

সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন সৃজিত মিথিলা। বিয়ের পরই পাড়ি দিলেন হানিমুনের উদ্দেশে। জেনেভাতেই বর্তমানে ছুটি কাটাচ্ছেন এই জুটি। নতুন করে জীবন শুরু করে দুই তারকাই বেজায় খুশি। নিজেদের মত করে সময়টাকে উপভোগ করার মাঝেও মিথিলাকে আরও একটু বেশি আনন্দের দিকে ঠেলে দিলেন পরিচালক। 

View post on Instagram

ছোট থেকেই মিথিলা পড়াশুনোতে ভালো। সময়ের সঙ্গে সঙ্গে সেই মেধা যেন আরও বাড়তে থাকে। একাধিক ডিগ্রি নিয়ে বেশ কয়েকদিন শিক্ষকতাও করেছেন মিথিলা। পড়ানোর সূত্রে পাড়ি দিয়েছিলেন তিনি বিদেশেও। তবে এবার তাঁর আরেক ইচ্ছে পূরণের পালা। হানিমুনে গিয়ে সেই পথেই তাঁকে ঠেলে দিলেন সৃজিত। 

View post on Instagram

বহুদিন ধরেই পিএইচডি করতে চেয়েছিলেন মিথিলা। কিন্তু তা আর হয়ে উঠছিল না। এবার মনোস্থির করেই ফেলেছিলেন মিথিলা। তাই তড়িঘড়ি বিয়ের পরই জেনেভাতে উড়ে গেলেন নবদম্পতি। ঘোরার মাঝেই জমা দিলেন পিএইডি-র জন্য পেপার। সেই ছবি শেয়ার করেই পরিচালক বিখ্যাত সংলাপ উষ্কে লিখলেন, যা সিমরণ যা, করলে আপনি পিএইচডি।