সংক্ষিপ্ত

  • টেলি অভিনেতাকে ভোররাতে নৃশংসভাবে খুন
  • চেন্নাইয়ের দুর্ঘটনা নিয়ে উত্তাল বিনোদনমহল
  • অভিনেতা সেলভরাথিনমের শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছিলেন 
  • স্ত্রী এবং সন্তানরা বিরুধানগর জেলার এক ক্যাম্পে রয়েছে

ভোররাতে একদল ব্যক্তিদের হাতে খুন হল অভিনেতা সেলভরাথিনম। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৪২। চেন্নাইয়ের এমজিআর নগরে, শনিবার ভোররাতে ঘটেছে এই ঘটনা। গত দশ বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন তিনি। থেনমোজি বিএ নামক তামিল ধারাবাহিকে মূল খলনায়কের চরিত্রে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল। 

এছাড়াও বিভিন্ন ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। শ্রীলঙ্কা থেকে এসেছিলেন ভারতে কাজের সূত্রে। তাঁর স্ত্রী এবং সন্তানরা এই মুহূর্তে বিরুধানগর জেলার এক ক্যাম্পে রয়েছে। শনিবার অভিনেতা শ্যুটিংয়ে যাননি। নিজের এক বন্ধু মনি, যিনি পেশায় একজন সহকারী পরিচালক, তাঁর সঙ্গেই ছিলেন। শনিবার মনির সঙ্গেই ছিলেন তিনি। হঠাৎই এক ফোন আসে তাঁর কাছে। 

আরও পড়ুনঃজৈন পরিবারের পুত্রবধূ হয়েও ষোলোয়ানা বাঙালি নুসরত, প্রকাশ পেল নায়িকার Bong Beauty

 

মনিকে কেবল কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে  তড়িঘড়ি বেরিয়ে পড়েন। মনিই পুলিশকে খবর দিয়েছে বলে জানা যায়। পুলিশ সূত্রে খবর, তাঁকে যারা খুন করেছে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে। অন্যদিকে সেলভরাথিনমের রুমমেটের কথা অনুযায়ী, আন্না নেড়ুপাথাইয়ের কাছে একাধিক ব্যক্তিরা তাঁকে খুন করেছে।