গরবা নেচে সকলের মন জয় করলেন প্রিয়ঙ্কাসোশ্যাল মিডিয়ায় মুহুর্তে ছড়িয়ে পড়ল ভিডিওছবির প্রমোশনে এসে গরবা শিখলেন প্রিয়ঙ্কাদেখে নিন ভাইরাল ভিডিও

গুজরাতে এখন চলছে নবরাত্রি। সেই উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সেজে উঠছে গুজরাতের ওলিগলি। জমায়েত হয়ে চলছে গরবাতে গা ভাসানোর পালা। দেশীয় পোশাক, হাতে লাঠি, অনুষ্ঠানে মেতে উঠেছেন সকলেই।

এমনই পরিস্থিতিতে হঠাতই হাজির প্রিয়ঙ্কা চোপড়া। মুহুর্তের মধ্যে বলদে গেল গরবার পরিবেশ। সকলেই মেতে উঠলেন আনন্দে। অনুষ্ঠানের মরশুমে এই সারপ্রাইজ সকলের বেজায় মন কাড়ল। তবে এখানেই শেষ নয়। চমকের তখনও ছিল বাকি। কিছুক্ষণের মধ্যেই হাতে লাঠি নিয়ে গরবাতে গা ভাসালেন তিনিও।

View post on Instagram

বর্তমানে ছবির প্রমোশনে বেজায় ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যেই মুক্তি পেয়ে তাঁর আগামী ছবি দ্য স্কাই ইজ পিঙ্ক-এর দুটি গান। সেই ছবির প্রমোশনের জন্যই এখন শহরে শহরে ঘুরে বেড়াচ্ছেন ছবির পুরো টিম। সম্প্রতি তাঁরা পৌঁচ্ছে গিয়েছিল গুজরাতে।

সেখানেই চলছে নবরাত্রি, ফলে গরবা পোশাকেই হাজির হলেন পিগি চপস। সকলের সামনে স্টেজে মাতলেন গরবা নাচে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তা ছড়িয়ে পড়ল মুহুর্তে। ছবির পরিচালনা করেছেন সোনালি বোস, এবং এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে ফারহান আখতার, রোহিত শ্রফকেও।