সংক্ষিপ্ত

সারা দেশ জুড়ে হোলি (Holi 2025) পালিত হচ্ছে, তখন এই উৎসবকে কেন্দ্র করে একাধিক সংস্থা নানারকম অফার দিয়ে থাকে। আর সেখানে থাকে প্রচুর ছাড় এবং উপহারের সুযোগ।

Fact Check: এমনই একটি অফারের (Reliance Jio) দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই পোস্টে বলা হচ্ছে যে, হোলি উপলক্ষ্যে রিল্যায়েন্স জিও তাদের সকল গ্রাহককে ৭০০ টাকা করে উপহার দেবে। আর এই পোস্টটি ইতিমধ্যেই ১৫.৩ মিলিয়ন ভিউজ পেয়ে গেছে। গত ১২ মার্চ সোশ্যাল মিডিয়াতে মোট চারটি ভিডিওতে জিওর এই অফারের প্রচার করা শুরু হয় (Fact Check News)।

ফেসবুকে আবার সেই ভিডিওগুলি পোস্ট করা হয়, যেখানে দাবি করা হচ্ছে যে জিও সংস্থা তাদের গ্রাহকদের সকলকে ৭০০ টাকা করে পুরস্কার দেবে। এমনকি, এই ভিডিওতে মুকেশ আম্বানির একটি ছবি ব্যবহার করা হয়েছে এবং জিও ডিজিটাল লাইফ ও জিও সিনেমার লোগো রয়েছে। আর হিন্দিতে একটি ভয়েস ওভারে বলা হচ্ছে যে, হোলি উৎসব উপলক্ষ্যে সমস্ত জিও গ্রাহকদের ৭০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

সেই এই লিঙ্কে তাড়াতাড়ি ক্লিক করুন যাতে দ্রুত আপনার অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যায়।

এই পোস্টের উপরে লেখা রয়েছে, 'হোলি উপলক্ষ্যে সমস্ত জিও গ্রাহকরা ৭০০ টাকা করে পুরস্কার পাবেন। দ্রুত এই লিঙ্কে ক্লিক করুন যাতে টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায়'।

কিন্তু ফ্যাক্ট চেক নিউজমিটার অনুসন্ধান করে দেখেছে যে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এই প্রোমোশনাল অফার আদপে একটি ভুয়ো এবং জালিয়াতি। জিও এই ধরনের কোনও অফার নিয়ে আসেনি গ্রাহকদের জন্য, যেখানে ৭০০ টাকা করে দেওয়া হবে গ্রাহকদের। জিওর অফিসিয়াল ওয়েবসাইটে এই ধরনের কোনও অফারের সম্পর্কে তথ্য খুঁজে পাওয়া যায়নি। আবার মেটা অ্যাড লাইব্রেরিতেও জিওর পক্ষ থেকে হোলির জন্য এই ধরনের কোনও প্রোমোশনাল অফারের ব্যাপারে বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়নি।

বিতর্কিত পোস্ট

সেই অফারের লিঙ্কটিতে ক্লিক করলেই তা রিডাইরেক্ট হয়ে নিয়ে যাচ্ছে অন্য একটি ওয়েবসাইটে যার নাম, festivvholiiioff.xyz। আর এটা থেকেই স্পষ্ট হয় যে, এটি জিওর অফিসিয়াল কোনও ওয়েবসাইট নয়। এই ওয়েবসাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি রয়েছে, ডিজিটাল ইন্ডিয়ার লোগো রয়েছে এবং ডিজিটাল স্ক্র্যাচ কার্ডের ছবি রয়েছে। আরও লেখা রয়েছে যে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে সকলেই ১৯৯৯ টাকা করে পেতে পারেন, টাকা পেতে এই লিঙ্কে ক্লিক করতে হবে।

ফলে, বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে যে, জিওর হোলি অফারের ৭০০ টাকা পুরস্কারের দাবি আদপে একটি মিথ্যা কথা।

Disclaimer: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজমিটার ফ্যাক্ট চেক ডেস্ক এবং তারপর প্রতিবেদনটি করেছে এশিয়ানেট নিউজ বাংলা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।