Pahalgam Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে সরাসরি যুক্ত সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এরই মধ্যে হঠাৎ বাবর আজমকে (Babar Azam) নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

Pahalgam Terrorist Attack Suspects: পাকিস্তানের (Pakistan) তারকা ক্রিকেটার বাবর আজম (Babar Azam) কি পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার সঙ্গে যুক্ত? হঠাৎই সোশ্যাল মিডিয়ায় এই বিতর্ক তৈরি হয়েছে। কারণ, এই হামলার সঙ্গে যুক্ত সন্দেহভাজন জঙ্গিদের যে স্কেচ প্রকাশ করা হয়েছে, তাতে যাদের দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজনের মুখের আদল বাবরের মতো বলে দাবি করা হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই ছবি প্রকাশিত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল, সেই ছবি আসল নয়। সেই ছবিতে কারসাজি করা হয়েছে। বাবর এখন পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) খেলতে ব্যস্ত। তাছাড়া তিনি কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে এত বছরে কোনওদিন অভিযোগ ওঠেনি। এখন হঠাৎ এই বিতর্ক তৈরি হয়েছে।

বাবরকে নিয়ে বিতর্ক কেন?

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে বাবরের ছবি ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়। এঅ ছবি আসল না নকল, সেই খোঁজ শুরু হয়। এরপর জানা যায়, বুধবার ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমে যে স্কেচ প্রকাশ করা হয়েছিল, তাতে কোনও সন্দেহভাজন জঙ্গির মুখের সঙ্গেই বাবরের মুখের মিল নেই। ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আসল ছবিতে কারসাজি করা হয়েছে। কোনও ব্যক্তি চাঞ্চল্য তৈরি করা বা কোনও অসৎ উদ্দেশ্যে এই কাজ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। যে উদ্দেশ্যেই এই কাজ করা হয়ে থাকুক না কেন, এর সঙ্গে বাবরের কোনও যোগ নেই।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ স্পষ্ট

মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। গুলিতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এই জঙ্গি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই দায়স্বীকার করে বিবৃতি দেয় পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front)। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার (Ishaq Dar)। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, '২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জেলায় যারা হামলা চালিয়েছে, তারা স্বাধীনতা সংগ্রামী হতে পারে।' পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif) বলেছেন, ‘পাকিস্তান যে কোনও নিরপেক্ষ, স্বচ্ছ তদন্তের জন্য তৈরি। শান্তিই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা কখনও আমাদের অখণ্ডতা ও নিরাপত্তার সঙ্গে আপস করব না।’ তবে একইসঙ্গে যুদ্ধের উস্কানি দিয়ে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘কারও মনে ভুল ধারণা রাখা উচিত নয়। আমাদের সশস্ত্রবাহিনী পুরোপুরি দক্ষ এবং দেশকে রক্ষা করার জন্য তৈরি। যে কোনও দুঃসাহসিক কাজের ক্ষেত্রে আমাদের দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার জন্য তৈরি সশস্ত্রবাহিনী। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ক্রমাগত অনুপ্রবশ চালিয়ে যাচ্ছে ভারত। এর মাপা অথচ সাহসিকতাপূর্ণ জবাব দিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছে আমাদের সশস্ত্রবাহিনী।’

Scroll to load tweet…

পাকিস্তানকে জবাব দিচ্ছে ভারত

পাক প্রধানমন্ত্রীর বক্তব্য ভালোভাবে নেয়নি ভারত। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) বলেছেন, ‘প্রথমত, ওরা স্বীকারই করতে চায়নি যে পহেলগাঁওয়ে কিছু হয়েছে। প্রথমে ওরা বলেছিল, ভারতই এই ঘটনার পিছনে আছে। যারা প্রথমে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল, তাদের পক্ষে এখন এ বিষয়ে কিছু বলা কঠিন। আমি এই বক্তব্যকে বেশি গুরুত্ব দিতে চাই না।’ ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। সীমান্তে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তিন বিভাগই মহড়া দিচ্ছে। সামরিকবাহিনীর মাধ্যমে পাকিস্তানের উপর চাপ তৈরির পাশাপাশি কূটনৈতিকভাবেও চাপ তৈরি করছে ভারত। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানকে আর সিন্ধুর জল দেওয়া হবে না। এই জলের উপর পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিজমি এবং এক-তৃতীয়াংশ জলবিদ্যুৎ কেন্দ্র নির্ভরশীল। ফলে সিন্ধুর জল না পেলে চরম সমস্যায় পড়তে চলেছে পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।