সংক্ষিপ্ত
- অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে
- এমন অবস্থায় ভালোমন্দ খাওয়ার মন করছে
- বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ পদ
- রইল বাড়িতেই সহজে নাটো কেক তৈরির রেসিপি
করোনা ভাইরাস হোক বা লকডাউন বাঙালি খাওয়ার পেলে আর কারও ধার ধারে না। এমন পরিস্থিতিতে দোকান খোলা না থাকলে কি হবে বাড়িতেই তৈরি হচ্ছে যাবতীয় মন পসন্দ খানা। নেট দুনিয়ার দৌলতে এমন বহু রেসিপি সামনে এসেছে যার ফলে এই লকডাউনে বাড়িতে জিলিপি থেকে ডালগোনা সব কিছুই তৈরি হচ্ছে। অনেক দিন ধরেই ঘরবন্দি সকলে। এমন অবস্থায় মাঝে মধ্যেই ভালোমন্দ খাওয়ার মন করছে। আর বাঙালি মানেই যে ভোজনরসিক তা আর আলাদা করে বলার বাকি রাখে না।
আরও পড়ুন- মাত্র ১ কাপ বেসন, পলকে তৈরি হবে দোকানের মত ঝরঝরে ও রসালো বুন্দিয়া
তবে এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় এমন বেশ কিছু ভিডিও সামনে এসেছে, যা আমাদের শিখিয়েছে খুব পদ্ধতিতে বাড়িতেই নানান পদ তৈরির সহজ উপায়। বাড়িতেই চোখের পলকে নানান খাবার তৈরির কৌশল। যা এর আগে বাড়িতে তৈরির কথা কেউ ভাবেওনি। এমনই একটি ভিডিও রেসিপি রয়েছে আজ, যা খুব সহজেই শেখাবে, কি ভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় নাটো কেক।
আরও পড়ুন- দুধ চায়েই বাড়বে প্রতিরোধ ক্ষমতা, রইল ৪ টি ইমিউন বুস্টার চায়ের রেসিপি
সাধারণ সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হবে আজকের এই কেক। বাড়ির ছোটরা খুব পছন্দ করে কেক খেতে। আর মাঝে মাঝে স্বাদ বদল করতে সকলেরই ইচ্ছে কর। তাই ঘরবন্দিতে মন খারাপ না করে দেখে নিন সহজেই নাটো কেক তৈরির খুব সহজ পদ্ধতি। দেখে নিন ভিডিওটি-