সংক্ষিপ্ত

কটি বড় মাপের বাক্সে টেডি (Teddy) আর গোলাপ (Rose) ভরে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন কিন্তু অনেকেই, তবে খাবারের ডেস্টিনেশন কি স্থির করেছেন, না করলে এবার স্পেশ্যাল মানুষকে নিয়ে যেতেই পারেন ইয়লো টার্টেলে। 

ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করবেন এ আর নতুন কী। তবে প্রেম সপ্তাহে একটা দিন শুধু এই মনের জন্য নির্দিষ্ট করা হয়। আজ ভ্যালেন্টাইন্স উইকের সপ্তম দিন। রোজ ডে দিয়ে শুরু হয়েছে সপ্তাহ। রোজ ডে, চকোলেট ডে, টেডি ডে-র পর প্রমিস ডে আরও কত কি। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোড ডে (Rose Day) দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক (Valentines Week)। সকলে আজ ভালোবাসার মানুষকে প্রেমের আলিঙ্গন করে পালন করছে ভালোবাসা দিবস।  আজ মনের মানুষকে শুধু ভালোবাসা জানালেই হবে না, সঙ্গে দিনটি উদযাপন করতে তাকে উপহার দিতেই হবে।  তবে অধিকাংশেরই মনের ঠিকানা পেটের রাস্তার উপর দিয়েই যায়। তাই পেটে পুরে খাওয়ার মজা এই দিনটির তালিকা থেকে বাদ রাখা যায় না। 

প্রেমিকার মন কাড়তে উপহার দিন সবার আগে। একটি বড় মাপের বাক্সে টেডি (Teddy) আর গোলাপ (Rose) ভরে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন কিন্তু অনেকেই, তবে খাবারের ডেস্টিনেশন কি স্থির করেছেন, না করলে এবার স্পেশ্যাল মানুষকে নিয়ে যেতেই পারেন ইয়লো টার্টেলে। সেখানেই একের পর এক পদ সাজিয়ে রেখেছে আপনার জন্য সেফেরা। সপ্তাহ ভোর থাকছে স্পেশ্যাল মেনু। ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি। থাকছে ইন্দোনেশিয়া, ভেইতনাম, চায়নার নানান ধরনের সুস্বাদু খাবার, তালিকা থেকে বাদ পড়ছে না থাই খাবারও। খোলা প্রতিদিন সকাল ৮.৩০ থেকে রাত ১০.০০ পর্যন্ত। 

রও পড়ুন: প্রেম সপ্তাহে দূর করুন দাম্পত্য কলহ, এই পাঁচ টোটকায় দূর হবে সকল অশান্তি

আরও পড়ুন: প্রেম সপ্তাহ কাটছে একা একা, জেনে নিন সিঙ্গেলরা কীভাবে পালন করবেন

আরও পড়ুন: ভালোবাসার মানুষকে এইভাবে জানান হাগ ডে শুভেচ্ছা, ভালবাসুন মন খুলে

গোলপার্কে অবস্থিত এই রেস্তোরায় এই স্পেশ্যাল দিনে ঠিক কী কী মেনু থাকছে, এবার দেখে নেওয়া যাক, সঙ্গে রইল দামের বিস্তারিত তথ্য। 

খাবার- 

আরানচিনি বলসের সঙ্গে স্যাফ্রন আইওলি- ৩৫৯ টাকা
লেজি কোরেন ভেজিটেবল কেক- ৩৫৯ টাকা
প্রণ ককটেল- ৩৪৯ টাকা
ডায়মিট স্রিম- ৪৫৯ টাকা
ল্যাম হাম পেপার শর্ট- ৩৫৯ টাকা
সিফুড লাভ বাইটস- ৪৫৯ টাকা 


পানীয় ও শেষ পাতে- 

ফ্রেঞ্চ কিস- ১৭৯ টাকা 
সিনড্রেলা- ১৫৯ টাকা
লাভ বার্ড- ১৫৯ টাকা
চকোলেট চিস কেক- ৩৪৯ টাকা
থাই সুইটহার্ড- ২৫৯ টাকা 
 

৬০ আসনের ব্যবস্তা রয়েছে এই রেস্তোরাঁতে। করোনা বিথধি মেনেই সমস্ত পরিষ্কার রাখা হচ্ছে, মেনে চলা হচ্ছে সুরক্ষা বিধিও। তাই মন খুলে এই দিনের সেলিব্রেশনে এই রেস্তোরাঁয় একবার ঢুঁ মারাই যায়।