সংক্ষিপ্ত
- পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ সব মহল
- শোকপ্রকাশ সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রীর
- সমবেদনা প্রফুল প্যাটেল, রাজ্যপাল জগদীপ ধনকরের
- শ্রদ্ধা জানিয়েছেন অজয় দেবগণ, জিৎ, শ্রীজিত মুখোপাধ্যায়
কিংবদন্তী ফুটবল কোচ পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ স্তব্ধ সব মহল। শুক্রবার দুপুর ২টো ৮ মিনিটে দেহত্যাগ করেন ময়দানের ভোকাল টনিক কোচ। পিকে বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান ক্রীড়া ব্যক্তিত্ব থেকে রাজনীতির কুশিলবরা শোক প্রকাশ করেছেন সকলেই। ভরতীয় ফুটবলের এক যুগের অবসান, অপূরণীয় ক্ষতি একই মত সকলের।
আরও পড়ুনঃভারতীয় ফুটবলে যুগের অবসান, প্রয়াত কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়
আরও পড়ুনঃফুটবলারদের কাছে তিনি ছিলেন বন্ধু, তাঁর 'পেপ টকের' জন্য মুখিয়ে থাকতেন সকলে
পদ্মশ্রী প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। পিকে’র সঙ্গে নিজের ও সৌরভের একটি ছবি দিয়ে সচিন লেখেন, কিংবদন্তী ভারতীয় ফুটবলার পিকে ব্যানার্জির মৃত্যুতে আমি গভীর শোকাহত। ওঁনার সঙ্গে কয়েকবার দেখা হয়েছিল। তাঁর ইতিবাচক মনোভাব আমাকে মুগ্ধ করেছিল।
পিকে বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুতে সোশাল সাইটে শ্রদ্ধাজ্ঞাপন করেন সুনীল ছেত্রী। তাঁর কৃতিত্ব চিরকাল ভারতীয় ফুটবলে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান সুনীল ছেত্রী। পিকে বন্দ্যোপাধ্যায়ের আত্মার শান্তিও কামনা করেছেন তিনি।