সংক্ষিপ্ত
- ফের গুরুতর অসুস্থ কিংবদন্তী ফুটবলার প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়
- সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে
- বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে
- আপাতত রাখা হয়েছে ভেন্টিলেশনে
আবারও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তী হলেন প্রবাদ প্রতিম ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়। এদিনে সন্ধ্যেবেলায় সঙ্কটজনক অবস্থায় ইএম বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এর আগেও পরপর দুবার হাসপাতেল ভর্তি হতে হয়েছিল এই প্রাক্তন ফুটবলারকে।
দীর্ঘদিন ধরেই বয়সজনিত এবং স্নায়ুর সমস্যায় ভুগছেন তিনি। স্নায়ু বিশেষজ্ঞ সুনন্দন বসুর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সল্টলেকের বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। সূত্রের খবর অনুযায়ী, শঙ্কটজনক অবস্থা হওয়ায় কারণে তাঁকে আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে।
ভারতীয় ফুটবলের উত্থানের ইতিহাসে আগাগোড়া জড়িয়ে রয়েছে পিকে নামটি । ফুটবলার থেকে কোচ, ভারতীয় ফুটবলে সব ক্ষেত্রেই তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর হাত ধরে টাটা অ্যাকাডেমি থেকে ভারতীয় ফুটবলে জন্ম নিয়েছিল বহু প্রতিভা। অর্জুন পুরষ্কার থেকে পদ্মশ্রী-সহ বিংশ শতাব্দীর সেরা ভারতীয় ফুটবলারের স্বীকৃতিও পেয়েছেন স্বনামধন্য এই বাঙালি ফুটবলার। তাঁর এই শঙ্কটজনক অবস্থাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।