সংক্ষিপ্ত

  • প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে ড্র করেছে আর্জেন্টিনা
  • প্রথম ম্যাচ থেকে প্রাপ্তি লিও মেসির অনবদ্যো গোল
  • দ্বিতীয় ম্য়াচে শনিবার আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে
  • জয়ে ফিরতে মরিয়া মেসি-আগুয়ারো-দি মারিয়ারা
     

প্রথম ম্য়াচে চিলির বিরুদ্ধে ফ্রিক থেকে অনবদ্য গোল করেছিলেন লিওনেল মেসি। দলকে এগিয়ে দিলেও, জয় অধরাই থেকে গিয়েছিল নীল-সাদা ব্রিগেডের। ১-১ গোলে ম্যাচ ড্র করেছিল চিলি। ভারতীয় সময় শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে কোপি আমেরিকার দ্বিতীয় ম্য়াচে নামতে চলেছে মেসির আর্জেন্টিনা। প্রতিপক্ষ লুই সুয়ারেজের উরুগুয়ে। আর্জেন্টিনার বিরুদ্ধে ম্যাচ দিয়েই কোপা অভিযান শুরি করতে চলেছে প্রতিযোগিতার ইতিহাসে সবথেকে বেশিবার চ্যাম্পিয়ন দল। 

উরুগুয়ের বিরুদ্ধে কোপা আমেরিকা ২০২১-এ প্রথম জয় পেতে মরিয়া আর্জেন্টিনা দল। গ্রুপ থেকে চারটি দল পরের রাউন্ডেকোয়ালিফাই করার সুযোগ থাকলেও, সুয়ারেজদের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবতে নারাজ ২ বারের বিশ্বজয়ীরা। মূলত ৪-৩-৩ ছকেই দল নামানোর সম্ভাবনা বেশি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। উরুগুয়ের বিরুদ্ধে গোল পেতে আর্জেন্টাইন কোচের প্রধান বাজি মেসি হলেও, লরেটো মার্টিনেজ, নিকোলাজ গঞ্জালেস, আগুয়ারো, ডি মারিয়াদের উপরই ভরসা রাখছেন স্কালোনি। 

অপরদিকে, ১৪ বারের কোপা চ্যাম্পিয়ন দলকে হারিয়ে কোপা অভিযান শুরু করতে মরিয়া ১৫ বারের চ্যাম্পিয়ন দল উরুগুয়ে। তবে ,সাম্প্রতিক ফর্ম একেবারেই স্বস্তি দিচ্ছে না উরুগগুয়ের কোচ জোসে পেসেইরোকে। কারণ শেষ ৫টি ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জয় পেয়েছে উরুগুয়ে দল। তাই আর্জেন্টিনার বিরুদ্ধে গোলের জন্য দলের সেরা অস্ত্র লুই সুয়ারেজের উপর ভরসা রাখছেন উরুগুয়ের কোচ। এছাড়া রয়েছে রড্রিগেজ, ভালভার্দে, টোরেসরা। সব মিলিয়ে লড়াই দিতে প্রস্তুত উরুগুয়ে।

ম্য়াচ প্রেজিকশন-
দুই দলের সাম্প্রতিক ফর্ম ও দলগত শক্তি বিচার করলে কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে কিছুটা এগিয়ে থাকছে আর্জেন্টিনা। তবে সুয়ারেজ ছন্দে থাকলে একাই তফাৎ করে দিতে যথেষ্ট। অপরদিকে জল জয় এনে দিতে মরিয়া ফুটবলের জাদুকর মেসি। সব মিলিয়ে এই ম্য়াচে আর্জেন্টিনাকেই ফেভারিট মানছেন ফুটবল বিশেষজ্ঞরা। 

YouTube video player