সংক্ষিপ্ত
- আজ আইএসএলের ইতিহাসে প্রথম ডার্বি
- মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান
- প্রথম ডার্বি ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ
- গোয়ায় ডার্বি জয় করতে মরিয়া দুই দল
আর কিছু মুহূর্তের অপেক্ষা। তারপরই ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে কলকাতা ডার্বি। ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ আইএসএলে মুখোমুখি হতে চলেছে দুই দল এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই মরসুমের প্রথম ডার্বি ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। শহর জুড়ে বিভিন্ন জায়গা সেজে উঠেছে প্রিয় দলের তারকাদের পোস্টার, ব্যানারে। গোয়ায় করোনার কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলেও, কলকাতায় কিন্তু শীতের আবহের মধ্যে চড়ছে ডার্বির উত্তাপ। একইসঙ্গে দুই দলের প্রথম একাদশ কী হতে চলেছে তা নিয়েও রয়েছে সমর্থকদের মধ্যে কৌতুহল।
এখন পর্যন্ত যেটুকি খবর পাওয়া যাচ্ছে তাতে, ৩-৪-১-২ ছকে দল নামাতে চলেছে ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার। দলে গোলরক্ষকের ভূমিকায় থাকছে দেবজিত মজুমদদার । রক্ষণের দায়িত্ব সামলাবেন লাল-হলুদের অধিনায়ক ড্যানিয়েল ফক্স। এছাড়াও থাকছেন স্কট নেভিল ও মহন্মদ ইরশাদ। মাঝমাঠে থাকছেন সামাদ আলি মল্লিক, ম্যাটি স্টেইনম্যান, উইমনাম সিং, অভিষেক আম্বেদকর। অ্যাটাকিং মিডফিল্ডে থাকছেন দলের সহ অধিনায়ক অ্যান্থনি পিলকিংটন। স্ট্রাইকারের ভূমিকায় থাকছেন জ্যাকস মাঘোমা, জেজে।
অপরদিকে, এটিকে মোহনবাগান দলের স্প্যানিশ কোচ অ্যান্টেনিও লোপেজ হাবাসা দল নামাতে পারেন ৩-৫-২ ছকে। গোলরক্ষকের ভূমিকায় তাকছেন অরিন্দম ভট্টাচার্য। রক্ষণে থাকছেন সন্দেশ ঝিঙ্গান, প্রীতম কোটাল ও তিরি। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন প্রবীর দাস, প্রণয় হালদার, জাভি হার্নান্ডেজ, কার্ল ম্যাকহাগ, শুভাশিস বোস। এছাড়া সবুজ-মেরুণের স্ট্রাইকারের দায়িত্বে থাকবেন রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস।