- Home
- Entertainment
- Bengali Cinema
- সত্যজিতকে আকড়েই দিনযাপন প্রসেনজিতের, সযত্নে লালিত করছেন তার স্মৃতিকে
সত্যজিতকে আকড়েই দিনযাপন প্রসেনজিতের, সযত্নে লালিত করছেন তার স্মৃতিকে
- FB
- TW
- Linkdin
এক কামড়ার ছোট ফ্ল্যাটই হোক বা বিশালাকৃতির বাগান বাড়ি, নিভৃত আস্তানা সকলেই খোঁজে। তেমনটাই খুঁজেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর খুঁজতে গিয়েই এক অমূল্য সম্পদ তিনি পেয়ে গেছিলেন।
বিড়লা মন্দিরের নিকটে সাদা রঙের প্রসেনজিতের এই বাড়ির প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে স্মৃতি। সেই স্মৃতিকেই সযত্নে বাঁচিয়ে রেখেছেন অভিনেতা।
একটাসময় এই বাড়ি ভেঙে নতুন করে সাজানোর পরিকল্পনা ছিল প্রসেনজিতের। কিন্তু এমন এক ইতিহাস বর্ণিত ঘটনা শোনার পরে তাতে আর হাত বাড়াননি অভিনেতা। বরং সেটাতেই আরও শাণ দিয়েছেন বুম্বা।
অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতি জড়িয়ে রয়েছে তার সাধের বাড়ি 'উৎসব' কে ঘিরে।
সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের থেকেই এই সত্যিটা জানতে পেরেছিলেন প্রসেনজিৎ। ব্যস তারপর থেকেই মহাসমারোহে বাড়ির একটি ইটও নষ্ট করেননি অভিনেতা।
সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের থেকেই এই সত্যিটা জানতে পেরেছিলেন প্রসেনজিৎ। ব্যস তারপর থেকেই মহাসমারোহে বাড়ির একটি ইটও নষ্ট করেননি অভিনেতা।
পরিচালক ঋতুপর্ণও তার 'খেলা' সিনেমার শ্যুটিং করেছিলেন এই 'উৎসব'-এই। দুই লেজেন্জের এত স্মৃতি যেখানে জড়িয়ে রয়েছে প্রসেনজিতের উৎসব-এ।
যেখানে এতগুলো মানুষের স্মৃতি জড়িয়ে সেটা স্বপ্নের রাজমহল ছাড়া আর কি-ই বা হতে পারে।
অন্দরমহলের অন্দরসজ্জা পুরোটাই নিজের হাতে রোনোভেট করেছেন প্রসেনজিৎ। বাড়ির প্রতিটি জায়গায় 'রেট্রো' ফিল রেখেছেন অভিনেতা।
বাড়ির প্রতিটি জায়গায় বাঙালিয়ানার অভিনবত্বের ছোঁয়া। সব মিলিয়ে সত্যজিতের অন্দরে নিজেকে মিশিয়ে দিয়ে স্বপ্নের রাজমহল গড়েছেন অভিনেতা।