- Home
- Entertainment
- Bengali Cinema
- প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ সোহম, গায়ে জ্বর, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে
প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ সোহম, গায়ে জ্বর, তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে
- FB
- TW
- Linkdin
তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসার পরই নজরে আসে সোহম চক্রবর্তী চন্ডীপুর কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন।
এরপরই কোমর বেঁধে মাঠে নেমে পড়ে সোহম। একের পর এক প্রচারের কর্মসূচী তৈরি করে দোরে দোরে হাজির হন তিনি।
বৃহস্পতিবার রাত থেকেই তার শরীরের অবস্থা ছিল বেজায় খারাপ। গায়ে ছিল হালকা হালকা জ্বর। তা নিয়েই চলছিল প্রচার।
এই সময় একটি দিনও নষ্ট করতে নারাজ ছিলেন অভিনেতা। সেই কারণেই প্রচার চালিয়ে গিয়েছিলেন। কিন্তু শুক্রবার সকালেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বাড়ে গায়ের জ্বর।
তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় কলকাতাতে। একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। করোনার কোনও উপসর্গ নেই।
তবুও টেস্ট করানো হয়েছে। চলছে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা। এখন অনেকটাই সুস্থ বোধ করছেন তিনি।
তবে অপেক্ষা করা হচ্ছে রিপোর্টের জন্য। তা সামনে এলে ও গায়ের জ্বর কমলে তাঁকে ছাড়া হবে বলে ঘনিষ্ট সূত্রে খবর।
হাসপাতাল থেকে ছাড়া পেয়েই আবারও প্রচারের লক্ষ্যে তিনি পা বাড়াবেন। চন্ডীপুরে সোহমের বিপরীতে রয়েছেন যশ।