All black-এ মিমি, সাংসদ-অভিনেত্রীর Dapper লুক আগে কখনই দেখেননি
- FB
- TW
- Linkdin
তিনিও খানিক সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়ে উঠেছেন। লকডাউনে রান্না বান্না, ওয়ার্ক আউট ভিডিও দিয়ে বিনোদনের জোগান দিয়েছিলেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলেও বিভিন্ন ভিডিও পোস্ট করতে থাকেন। কেবল সোশ্যাল মিডিয়ায় যে তাঁর নখদর্পণে তা নয়।
ফ্যাশনের খুঁটিনাটি নিয়েও নেটদুনিয়ায় নানা পোস্ট দেখা যায় মিমির। সম্প্রতি নিজের ডেপার লুক নিয়ে এলেন প্রকাশ্যে।
কালো রঙের পোশাকে সেজে উঠেছেন তিনি। কালো হাই নেক টপ। স্লিভ নেটের।
সঙ্গে মুক্তোর দুল। এবং মুখে রয়েছে আজকালকার ম্যানডেটরি ফ্যাশন, মাস্ক।
পোশাকের সঙ্গে ম্যাচ করে কীভাবে মাস্ক নিতে হয় তাও শেখালেন মিমি।
মিমির থেকে ফ্যাশনের পাঠ পড়া মানেই ট্রেন্ডের সঙঅগে তাল মিলিয়ে চলা অথচ কমফার্টও বজায় থাকা।
মিমির প্রতিটি ফ্রেমই যেন পিকচার পারফেক্ট। তাঁর ফ্যাশন, মেকআপ, পোস্টের ক্যাপশন, সব কিছুই টপ নচ। যার কারণেই ক্রমশ বেড়েই চলেছে তাঁর ফলোয়াড়ের সংখ্যা।