নিখিলকে ছেড়ে যশের সঙ্গে 'বেহায়াপনা', গুঞ্জনকে তুড়ি মেড়ে 'RED' ব্যাকলেসে শরীরী মোচড় নুসরতের
First Published Jan 11, 2021, 10:02 AM IST
সাংসদ অভিনেত্রী নুসরত জাহান যেন আর বেশি করে বিতর্কের শিরোনামে উঠে আসছেন। যদিও নিজে মুসলিম হয়ে মৌলবাদীদের চোখরাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিকবার ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। তবে রাজনৈতিক তর্জা কিংবা পোশাক বিতর্ক নয়, একদিকে সংসার ভাঙন অন্যদিকে সাংসদ অভিনেত্রীর নতুন প্রেমের ঘনিষ্ঠতা নিয়েই টলিপাড়া উত্তাল। তবে তিনি যে গুঞ্জনকে একদমই পাত্তা দিচ্ছেন তা প্রমাণ দিলেন নিজেই। ঘর ভাঙার গুঞ্জনের মধ্যেও সোশ্যাল মিডিয়ায় লাল ব্যাকলেসে আগুন জ্বালালেন নুসরত জাহান।

অভিশপ্ত ২০২০ শেষ হতে না হতেই ২০২১ -এ ঘর ভাঙার গুঞ্জনে শোরগোল টলিপাড়ায়। সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে নিয়ে জল্পনা বাড়ছে। নিখিলকে ভুলে যশের প্রেমেই মজেছেন নুসরত, তেমনটাই মন্তব্য নেটিজেনদের।যশের সঙ্গে প্রেম, থেকে নিখিলের সঙ্গে বিবাহবিচ্ছেদ ভোটের আগেই নুসরতের জীবনে যেন আধার ঘনিয়ে এসেছে।

সম্প্রতি নুসরত-যশের সোশ্যাল মিডিয়া পিডিএ বলছে, রিলের প্রেম নাকি রিয়েল লাইফে উঁকি মারছে অভিনেত্রীর। টলিপাড়ার অন্দরেও কানাঘুষোতে শোনা যাচ্ছে বিবাহিত সাংসদের প্রেমে পড়েছেন অভিনেতা যশ। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন নুসরত-নিখিল। তবে কি সত্যিই বিয়ে ভাঙছে সাংসদ অভিনেত্রীর।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন