- Home
- Entertainment
- Bengali Cinema
- ২০২১-ই বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, তার আগেই কি Snowy হানিমুন সারছেন সেলেব জুটি
২০২১-ই বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, তার আগেই কি Snowy হানিমুন সারছেন সেলেব জুটি
- FB
- TW
- Linkdin
ছোটপর্দায় ঐন্দ্রিলার অভিনয় দাপট অন্যদিকে পাওয়ার প্যাকড কমার্শিয়াল ছবির হিরো অঙ্কুশ।
দু'জনেই নিজের ফিল্ডে একেবারেই দাপিয়ে কাজ করে চলেছেন। কেরিয়ার পাকাপোক্ত করেই কি তবে বিয়ের সিদ্ধান্ত নিলেন তাঁরা।
বিয়ের আগেই সবকিছু একেবারে প্রস্তুত করে ফেলেছেন ঐন্দ্রিলা এবং অঙ্কুশ। নতুন বাড়ি কিনে সেখানে শিফ্ট করা থেকে শুরু করে নতুন গাড়ি।
নতুন সংসার একেবারে গুছিয়ে ফেলেছেন বিয়ের এক দেড় মাস আগে থেকেই। এর মধ্যে প্রি ওয়েডিং হানিমুনে চললেন নাকি সেলেব জুটি।
বছরের শেষের কয়েকটা দিন হিমাচল প্রদেশে গিয়ে কাটাচ্ছেন ঐন্দ্রিলা অঙ্কুশ। তাদের সঙ্গে অবশ্য রয়েছেন আরও দু'জন।
হিমাচল প্রদেশে বরফের মাঝেই কাটাবেন বছরের শেষ কয়েকটা দিন। নতুন জীবনে প্রবেশ করার আগেই ছোট্ট ট্রিপে অঙ্কুশ ঐন্দ্রিলা।
সেই ছবি ভিডিও ইতিমধ্যে ঘুরে ফিরে বেড়চ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিমানবন্দরে ছবি তুলেছেন চারজনে।
শীতের পোশাক পরে একেবারে প্রস্তুত তাঁরা ছুটি কাটাতে। অঙ্কুশ পোস্ট করেছেন ছবিটি।
অন্যদিকে সোলান ভ্যালিতে গিয়ে একটি কুকুরছানাকে কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা।